তৃতীয় ঢেউয়ের আশঙ্কা বাড়ছে! ব্রিটেনের ওমিক্রনের দাপট দেখে যেকোনো পরিস্থিতির জন্য তৈরি থাকার পরামর্শ এইমস প্রধানের

আমাদের ভারত,২০ ডিসেম্বর:বিশ্বের বেশ কিছু দেশের সঙ্গে পাল্লা দিয়ে ভারতীয় ওমিক্রন আক্রান্তের সংখ্যা দ্রুত গতিতেই বাড়ছে। প্রথম সংক্রমিতের খোঁজ পাওয়ার এক- দুই সপ্তাহের মধ্যেই দেশে মোট আক্রান্তের সংখ্যা ১৫০ পার করে গিয়েছে। এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্সের ডিরেক্টর ডঃ রনদীপ গুলেরিয়া। তার পরামর্শ যেকোনো খারাপ পরিস্থিতির জন্য তৈরি থাকা প্রয়োজন সব সময়।

এইমস প্রধান বলেন, যে হারে ব্রিটেনে সংক্রমণ বাড়ছে সেই কথা মাথায় রেখেই ভারতের যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়া উচিত। গত ২৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার প্রথম খোঁজ মেলে ওমিক্রন ভেরিয়েন্টের । বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয় করোনার এই নতুন ভ্যারিয়েন্ট কমপক্ষে ৩০ থেকে ৫০ বার অভিযোজিত হয়েছে। সেই কারণেই এর সংক্রমণ ক্ষমতা ডেল্টা ভেরিয়েন্টের এর তুলনায় অনেক বেশি।

গত ৪ ডিসেম্বর কর্নাটকের বিদেশ ফেরত যাত্রীর শরীরে ওমিক্রন ভেরিয়েন্টের উপস্থিতি পাওয়া যায়। কয়েক সপ্তাহের মধ্যেই সংক্রমণ বেড়ে ১৫৩-য় দাঁড়িয়েছে। আক্রান্তদের মধ্যে অধিকাংশই বিদেশ ফেরত যাত্রী। এই পরিস্থিতিতে দেশবাসী করোনার নতুন এই ভেরিয়েন্ট থেকে কতটা সুরক্ষিত? সে প্রসঙ্গে জানতে চাওয়া হলে এমস প্রধান বলেন, “আমাদের সব রকম প্রস্তুতি নেওয়া উচিত এবং আশা করা উচিত যে ব্রিটেনের মতো খারাপ পরিস্থিতি যেন না হয়। ওমিক্রন নিয়ে আমাদের আরও বেশি তথ্য জোগাড় করা প্রয়োজন। যখনই বিশ্বের কোন প্রান্তে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পায় আমাদের উচিত দেশের পরিস্থিতির উপর কড়া নজরদারি রাখা। একই সঙ্গে যেকোনো পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত রাখা। বিনা প্রস্তুতিতে বিপদের মুখে না পড়ে তার তুলনায় প্রস্তুতি নিয়ে রাখাটাই উচিত।”

দক্ষিণ আফ্রিকায় প্রথম খোঁজ পাওয়া ওমিক্রন ভেরিয়েন্ট ইতিমধ্যেই শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে। সবথেকে বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছে দক্ষিণ আফ্রিকা, ব্রিটেন ও ডেনমার্কে। গত ২৪ ঘন্টায় প্রায় দশ হাজারেরও বেশি ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে। শুক্রবার ব্রিটেনে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। নতুন এই ভেরিয়েন্টে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগী সংখ্যা ৮৫% । এই পরিস্থিতিতে আশঙ্কা করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে হাসপাতালে দৈনিক তিন হাজার মানুষ ভর্তি হবেন।

ব্রিটেনের এই কঠিন পরিস্থিতি দেখে কেন্দ্রের তরফেও রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রক দেশের ১৯টি জেলায় করোনা সংক্রমণ লাগামছাড়া হতে পারে বলে আশঙ্কা করছে। বিশেষজ্ঞদের একাংশের ধারণা ওমিক্রনের হাত ধরে দেশে করোনার তৃতীয় ঢেউ উঠতে পারে। এই পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রক বারবার কড়া ভাবে কোভিড আচরণবিধি মেনে চলার ওপর জোর দিয়েছে। খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরোনো এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। ভিড় এবং জমায়েত থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *