মার্চের মধ্যেই বিক্রি এয়ার ইন্ডিয়া ও ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন বিক্রি করে দিচ্ছে সরকার

আমাদের ভারত,১৮ নভেম্বর:বিলগ্নীকরণের পথে আরও এক ধাপ এগোল কেন্দ্রীয় সরকার। এয়ার ইন্ডিয়া বিলগ্নীকরণে তালিকাতে আগে থেকেই ছিল। এবার সেই তালিকায় যোগ হলো ভারত পেট্রোলিয়ামের নাম।
৫৭ হাজার কোটি টাকার বোঝা আর কোনোভাবেই বইতে রাজি নয় কেন্দ্র সরকার। তাই মার্চের মধ্যেই বিক্রি হয়ে যাবে এয়ার ইন্ডিয়া। একইসঙ্গে বিক্রি করে দেওয়া হবে ভারত পেট্রোলিয়াম। একটি সর্বভারতীয় দৈনিককে সাক্ষাৎকার দিতে গিয়ে একথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

কয়েকদিন আগে একটি খোলা চিঠিতে এয়ার ইন্ডিয়ার কর্মীদের সংস্থার চেয়ারম্যান অশ্বিনী লোহানী লেখেন, তাদের সংস্থা যদি বেসরকারি হাতে যদি যায় তাহলে এয়ার বেঁচে যাবে। এরপর অর্থমন্ত্রীও জানালেন বাস্তব পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিচ্ছে মোদী সরকার। এয়ার ইন্ডিয়া কিনতে বহু বিনিয়োগকারী আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

তবে গত বছরই এয়ার ইন্ডিয়া ৭৬ শতাংশ শেয়ার বিক্রি করার চেষ্টা করেছিল সরকার। কিন্তু কেউ এয়ার ইন্ডিয়ার শেয়ার কিনতে চায়নি। কারণ বাকি ২৪ শতাংশ শেয়ার সরকারের কাছে থাকলে তাতে সরকার মাথা গলাবে। এই চিন্তা থেকেই কেউ শেয়ার কিনতে আগ্রহ দেখায়নি বলে মত বানিজ্য মহলের একাংশের। কিন্তু এবার পুরোটাই বিক্রি করে দিতে চাইছে সরকার।

অন্যদিকে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের থাকা সরকারের ৫৩.২৯ শতাংশ শেয়ার বিক্রি করে দিতে চান কোম্পানির সেক্রেটারিরা। অর্থমন্ত্রী জানান চলতি অর্থবর্ষে সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে এক লক্ষ কোটি টাকা তুলতে চায় সরকার। বর্তমানে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের বাজার মূল্য ১.০২ লাখ কোটি টাকা। ফলে ৫৩.২৯ শতাংশ শেয়ার বিক্রি করে দিলে সরকারের কোষাগারে আসবে ৬৫ হাজার কোটি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here