অভিষেকের নব জোয়ার কর্মসূচি সফলের আবেদন জানিয়ে বাইক মিছিল অজিত মাইতির

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ মে: ২৫ এপ্রিল থেকে শুরু হওয়া তৃণমূল কংগ্রেসের নব জোয়ার কর্মসূচির আঁচ উত্তরবঙ্গ থেকে এসে পড়েছে জঙ্গলমহলের জেলাগুলিতে। অভিষেক বন্দোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন জঙ্গলমহলের বাঁকুড়া জেলায়। বাঁকুড়ার পর যথাক্রমে তিনি যাবেন পুরুলিয়ায়। তারপর ঝাড়গ্রাম জেলা সেরে ঢুকবেন পশ্চিম মেদিনীপুর জেলায়।

আর পশ্চিম মেদিনীপুর জেলায় প্রবেশের আগে তাঁকে ঐতিহাসিক ভাবে স্বাগত জানাবে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব। অভিষেক ব‍্যানার্জিকে স্বাগত জানাতে প্রায় হাজার দুয়েক মোটর সাইকেল মিছিলে যোগ দে। নেতৃত্ব দেন পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূলের কো অর্ডিনেটর অজিত মাইতি।

এদিন অগনিত তৃণমূল কংগ্রেসের যুবক যুবতী নিয়ে ডেবরা টোল প্লাজা থেকে মকরামপুর টোল প্লাজা পর্যন্ত প্রায় ১৫ কিমি দীর্ঘ পথ অভিষেকের নব জোয়ার কর্মসূচি সফল করার আবেদন জানিয়ে বাইক মিছিল অজিত মাইতির।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here