সাউরি ভোলানাথ বিদ্যামন্দিরের নাম উজ্জ্বল করল আকাশ গিরি

পার্থ খাঁড়া, মেদিনীপুর, ২৬ মে: আবারো সাউরি ভোলানাথ বিদ্যামন্দিরের নাম উজ্জ্বল করল বিদ্যালয়ের এক ছাত্র। এবারের উচ্চমাধ্যমিকের পরীক্ষায় রেজাল্টে জেলার সম্ভাব্য সপ্তম স্থান অধিকার করল আকাশ গিরি নামে ওই স্কুলের এক ছাত্র। একথা জানালেন বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপ পাত্র।

আকাশ গিরির প্রাপ্ত নম্বর 478। তার এই সাফল্যে খুশি বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে বাড়ির পরিজনরা। আজ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা তাকে মিষ্টিমুখ করিয়ে ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করেন। পাশাপাশি শিক্ষকরা জানান, দরিদ্র পরিবারের এই ছাত্র বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে। এর আগে মাধ্যমিকেও ভালো ফল করেছিল। উচ্চমাধ্যমিকেও প্রতিকূলতার মধ্যেও তার সাফল্যকে ধরে রাখার চেষ্টা করেছে সে।

আকাশ গিরি জানায়, পরীক্ষা চলাকালীন তার শারীরিক অসুস্থতা দেখা দিয়েছিল, তার মধ্যেও সে পরীক্ষা দেয়। যে সাফল্য এসেছে তাতে তার আশানুরূপ ফল হয়নি বলে দাবি আকাশের। সে চায় পরবর্তী ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে। কিন্তু সেক্ষেত্রে অর্থনৈতিক কারণ বাধা হয়ে দাঁড়াতে পারে। আকাশ গিরি চায়, তার দিকে কেউ সহযোগিতার হাত বাড়াক।

শিক্ষকরা তার এই সাফল্যে শুভেচ্ছা বার্তা সহ সমস্ত রকম সহযোগিতার আশ্বাসও দিলেন এদিন। তবে তারাও চান উচ্চশিক্ষার ক্ষেত্রে সরকারিভাবে হোক বা কেউ ব্যক্তিগতভাবে সহযোগিতার হাত বাড়াক।আকাশ গিরি এই সাফল্যের জন্য সে তার সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং পরিবারকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here