পাঁচ দফা দাবিতে কৃষ্ণনগর জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৭ জানুয়ারি: সুরক্ষিত নারী, সুরক্ষিত বাংলা, ভিক্ষা নয় শিক্ষা চাই এবং যুবকদের সঠিক চাকরির দাবি সহ ৫ দফা দাবি নিয়ে কৃষ্ণনগরের জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। শুক্রবার কৃষ্ণনগর রাজবাড়ি থেকে এক প্রতিবাদ মিছিল শুরু হয়ে জেলাশাসকের দপ্তরে শেষ হয়। এবিভিপির পক্ষ থেকে জানা যায় যে গতকাল থেকে সারা পশ্চিমবঙ্গজুড়ে তারা সুরক্ষিত নারী, সুরক্ষিত বাংলা, ভিক্ষা নয় শিক্ষা চাই এবং যুবকদের চাকরির দাবি নিয়ে পথে নেমেছে। আগামী দিনে তারা প্রতিটা জেলার নগরে নগরে তাদের ডেপুটেশন জমা দেবে। আজ তারা কৃষ্ণনগরে জেলাশাসকের দপ্তরে ৫ দফা দাবি নিয়ে ডেপুটেশন জমা দেয়।

এবিভিপির অভিযোগ, ছাত্রসমাজ দীর্ঘদিন ধরে এই পাঁচ দফা দাবি নিয়ে বর্তমান সরকারের বঞ্চনার শিকার হচ্ছে। তারা ন্যায্য চাকরি পাচ্ছে না, দুর্নীতি এবং বিরোধী ছাত্র সংগঠন করায় জেলাশাসকের দপ্তরে তারা আজ ডেপুটেশন দিয়েছে। পাশাপাশি এবিভিপির হুঁশিয়ারি, যদি রাজ্য সরকার তাঁদের এই পাঁচ দফা দাবি মেনে না নেয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here