অযোধ্যায় রামমন্দিরের ভূমি পুজোর দিন জঙ্গি হামলা চালাতে পারে আইএসআই , সতর্ক করল গোয়েন্দারা

আমাদের ভারত, ২৮ জুলাই: অযোধ্যা রাম মন্দির নির্মাণের জন্য ভূমি পূজো হবে আগামী ৫ আগস্ট। ফলে এই অনুষ্ঠানের প্রস্তুতি এখন তুঙ্গে। কিন্তু তার মধ্যেই অযোধ্যায় জঙ্গি হামলার আশঙ্কা করছেন দেশের গোয়েন্দারা। অযোধ্যা সহ দেশের একাধিক স্থানে হামলার ছক কষেছে জঙ্গিরা বলে অনুমান গোয়েন্দাদের।

গোয়েন্দা সংস্থা RAW মনে করছে, ভারতে জঙ্গি হামলা চালাতে আফগানিস্তান লস্কর ই তৈবা ও জৈশের জঙ্গিদের ট্রেনিং দিয়েছে আইএসআই। অযোধ্যায় হামলার জন্য তিন থেকে পাঁচটি জঙ্গি দল পাঠানো হতে পারে ও তাদের অনুমান। শুধু অযোধ্যা নয়, হামলা হতে পারে দিল্লি ও কাশ্মীরেও।

৫ আগস্ট অযোধ্যার রাম মন্দিরের ভূমিপুজোয় উপস্থিত থাকবেন কমপক্ষে ১৫০ থেকে ২০০ জন গন্যমান্যরা। দেশের প্রধানমন্ত্রীও এই ভূমি পুজোর অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। থাকবেন অমিত শাহ,রাজনাথ সিং সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা। গোয়েন্দাদের অনুমান ভিভিআইপিদের টার্গেট করতে পারে জঙ্গিরা। তাই সতর্কীকরণের কথা মাথায় রেখে রাজধানী সহ অযোধ্যায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *