মাওবাদী এলাকায় মাধ্যমিকে সর্তকতা 

আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মাওবাদী অধ্যুষিত এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়ালো পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। মঙ্গলবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু। তার আগে সোমবার মাওবাদী প্রভাবিত থানা এলাকার ১০২৬ জন পরীক্ষার্থীর হাতে বোর্ড, পেন, জ্যামিতি বক্স তুলে দিল পুলিশ। 

সোমবার বিকেলে জেলা পুলিশ সুপার দীনেশ কুমার সাংবাদিক বৈঠকে জানান, এটা পুলিশের সামাজিক কল্যাণমূলক কাজ। জেলার সমস্ত থানা, পুলিশ কার্যালয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য হুইল চেয়ার, ওঠার ঢালু পথের ব্যবস্থা করা হচ্ছে। প্রতিবন্ধী মানুষরা থানায় আসলে এই চেয়ার ব্যবহার করতে পারবেন। পুলিশের পক্ষ থেকে একজন থাকবে তাঁদের ওসি, আইসি বা পুলিশ কর্তাদের কাছে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। 
এসপি জানান, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সবরকম সতর্কতা জারি থাকবে। মাইক বাজালে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কোনো ছাত্রীকে কেউ বিরক্ত করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এসপি জানান, গত দুদিন ধরে অভিযান চালিয়ে বিভিন্ন থানা এলাকা থেকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *