
নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৫ মার্চ:
দোলের আগেই রাজ্যে কমবে বৃষ্টি। বৃহস্পতিবার এইকথা জানান আলিপুর আবহাওয়া দফতরে অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আগামী শনিবার পর্যন্ত গোটা রাজ্যে বৃষ্টিপাত হবে। তবে সব জেলায় একসঙ্গে বৃষ্টি হবে না। স্থানীয় মেঘের কারণে দক্ষিণ ও উত্তরবঙ্গের সব জায়গাতে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে বলে জানিয়েছেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।
শনিবার থেকে রাজ্যে বৃষ্টিপাত কমবে বলে জানিয়েছেন তিনি। সেইসঙ্গে দিনের তাপমাত্রাও কিছুটা বাড়বে বলে জানিয়েছেন আলিপুর আবাহাওয়া দফতরের অধিকর্তা। রবিবার অর্থাৎ দোলের আগের দিন থেকে রাজ্যে আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।