সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে আন্দোলনকে সমর্থনের কথা ঘোষণা ‘আবুটা’-র

আমাদের ভারত, ২৮ ফেব্রুয়ারি: অল বেঙ্গল ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন (আবুটা) অবিলম্বে কেন্দ্রীয় সরকার নির্ধারিত হারে বকেয়া সমস্ত মহার্ঘ ভাতা প্রদানের দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে আন্দোলনকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে।

আবুটার সাধারণ সম্পাদক গৌতম মাইতি মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, “হাইকোর্টের রায় অনুযায়ী, এআইসিপিআই-এর উপর ভিত্তি করে এই মহার্ঘ ভাতা পশ্চিমবঙ্গের সকল রাজ্য সরকারি কর্মীদের সংবিধানসম্মত মৌলিক অধিকার এবং ন্যায়সঙ্গত প্রাপ্য। আবুটা মনে করে রাজ্য সরকার-পোষিত শিক্ষা প্রতিষ্ঠান-সহ সরকার-পোষিত অন্যান্য প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মচারীদেরও এই মহার্ঘ ভাতা ন্যায়সঙ্গত প্রাপ্য।

এর পাশাপাশি আবুটা সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের অন্যান্য ন্যায্য দাবিগুলিও সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে। ‘আবুটা’ তাই সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছে এবং দাবি আদায়ের জন্য সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা আগামী ১০ই মার্চ, ২০২৩-এর ধর্মঘটকে জোরালোভাবে সমর্থন করছে।

তদুপরি, জনস্বার্থে আন্দোলন জোরদার করার জন্য ‘আবুটা’ সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের প্ল্যাটফর্মে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here