
পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ মার্চ: হিমঘরে আলু সংরক্ষণে চাষিদের অগ্রাধিকার দেওয়াসহ আলু চাষিদের ৮ দফা দাবি নিয়ে শনিবার বেলা বারোটা নাগদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডে মিছিল করলো অল ইন্ডিয়া কৃষক সভা। চন্দ্রকোনা রোড, চৌরাস্তা মোড়, ৬০ নম্বর জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে আলু ঢেলে রাস্তা অবরোধ করলো বাম সংগঠনের অল ইন্ডিয়া কৃষক সভা।
এই দিন দীর্ঘক্ষণ ধরে চলে অবরোধ বিক্ষোভ। উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া কৃষক সভার জেলা সম্পাদক মেঘনাদ ভুঁইঞা, জেলা নেতা সৌগত পন্ডা, সঞ্জয় পাল, স্বপন বারিক, কৃষ্ণ প্রসাদ রায় সহ একাধিক নেতৃত্ব। এই দিন এই অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় গোটা শহরজুড়ে। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।