অল ইন্ডিয়া পাবলিক রিলেশন লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সমীর গোস্বামী

আমাদের ভারত, ১৪ ডিসেম্বর: এবছরের অল ইন্ডিয়া পাবলিক রিলেশন লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সমীর গোস্বামী। হায়দ্রাবাদে পাবলিক রিলেশন সোসাইটির উদ্যোগে অল ইন্ডিয়া পাবলিক রিলেশন কনফারেন্সের আয়োজন করা হয়েছে। এই কনফারেন্সের তৃতীয় দিনে সমীর বাবুকে সম্মানিত করা হয়।শুক্রবার সন্ধ্যায় সমীর গোস্বামীর হাতে পুরস্কার তুলে দেন, তেলেঙ্গানা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী মহম্মদ মাহমুদ আলি।

সমীর গোস্বামী ইস্টার্ন রেলওয়ের চিফ পাবলিক রিলেশন অফিসার হিসেবে দীর্ঘ ৩৫ বছর কাজ করার পর অবসর নেন। তিনি সাউথ ইস্টার্ন এবং নর্থ ইস্ট ফ্রন্টেয়ার রেলওয়তেও কাজ করেছেন। এছাড়াও তিনি পাবলিক রিলেশন সোসাইটির অফ ইন্ডিয়ার সর্বভারতীয় সভাপতি ছিলেন। বর্তমান তিনি গণমাধ্যম বিষয়ে শিক্ষকতা করেন। রেলওয়েতে যোগ দেওয়ার আগে কলকাতার একটি দৈনিকে রিপোর্টার কাজও করেছেন তিনি।

পিআরএসআইয়ের এই কনফারেন্সটি হায়দ্রাবাদের মনোহর হোটেলে হচ্ছে। সারা দেশ থেকে ৪০০ জন প্রতিনিধি এই কনফারেন্সে উপস্থিত আছেন। এছাড়াও বহু বিশিষ্ট ও গন্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন এই কনফারেন্সে। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এই কনফারেন্স চলবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here