আমাদের ভারত, ২৭ মে: বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়, রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রী রাজ্যের সব সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হবেন পদাধিকার বলে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। তাদের অভিযোগ, এই সিদ্ধান্ত শিক্ষায় তৃণমূলীকরণ ছাড়া আসলে আর কিছুই নয়।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বিজেপি রাজ্য সভাপতি লিখেছেন,”এবার মাননীয়ার সৌজন্যে শিক্ষাঙ্গনের তৃণমূলীকরণ শুরু। যে আচার্য পদে এতদিন আসীন ছিলেন মহামহিম রাজ্যপাল এবার থেকে সেই পদে বসবেন মুখ্যমন্ত্রী।”
রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রী পদাধিকার বলে বিশ্ববিদ্যালয়ে আচার্য হবেন, সেই সিদ্ধান্ত মন্ত্রিসভায় অনুমোদন করার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হীরক রানী বলে কটাক্ষ করছেন সুকান্ত মজুমদার। তিনি লিখেছেন, “হীরক রানীর রাজ্যের সবকিছু সম্ভব।”
তাঁর অভিযোগ এই সিদ্ধান্ত নিয়ে বাংলার কঙ্কালসার শিক্ষাব্যবস্থাকে কার্যত চিতায় তুলে দিল রাজ্য সরকার। কটাক্ষের সুরে তিনি বলেছেন, “তাহলে ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটিটা বাকি থাকে কেন ওটাকেও বাংলায় সংযুক্ত করে নিলেই পারেন।”