করোনার সংক্রমণ এড়াতে দমকলের ইঞ্জিন দিয়ে স্যানিটাইজ করা হল রায়গঞ্জের সমস্ত বাজার

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৮ মার্চ:
করোনার সংক্রমণ মোকাবিলায় উত্তর দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনের পাশাপাশি তৎপর দমকলবাহিনীও। সংক্রমণ এড়াতে দমকলের ইঞ্জিনের মাধ্যমে বাজারগুলিতে স্যানিটাইজ করা হল। দমকলের জলের ট্যাঙ্কে ফিনাইল ও স্যানিটাইজার মিশিয়ে স্প্রে করা হল রায়গঞ্জের গোটা মোহনবাটি বাজার। নীচে বসা দোকান থেকে শুরু বাজারের সমস্ত দোকান ফুটপাত হোস পাইপের মাধ্যমে স্প্রে করল রায়গঞ্জ দমকল বাহিনী।

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লক ডাউন চললেও প্রতিদিনই শয়ে শয়ে ক্রেতা বিক্রেতা তাদের পণ্য সামগ্রী নিয়ে এসে ভিড় জমায় বাজারগুলিতে। মানা হয় না কোনও সামাজিক বিধিনিষেধ ও নিরাপদ দূরত্ব। ফলে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে যাওয়ায় রায়গঞ্জ শহরের মোহনবাটি বাজার, গোশালা বাজার, দেবীনগর বাজার ও বন্দর বাজারগুলিতে এদিন দমকলের দুটি ইঞ্জিন স্যানিটাইজার স্প্রে করল। বাজারের সমস্ত দোকানপাট ও রাস্তাঘাট দমকলের ইঞ্জিন দিয়ে স্প্রে করা হল।

রায়গঞ্জ দমকল কেন্দ্রের অফিসার ইনচার্জ নন্দ কুমার মন্ডল জানালেন, বাজারগুলিতে বহু মানুষের সমাগম হওয়ার পাশাপাশি প্রচুর নোংরা আবর্জনা হচ্ছে। এরফলে ভাইরাস সংক্রমণের আশঙ্কা থেকে যায়। সংক্রমণ এড়াতেই বাজারগুলিতে দমকলের ইঞ্জিনের মাধ্যমে স্যানিটাইজার ফিনাইল দিয়ে স্প্রে করা হচ্ছে। মূলত করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে এই উদ্যোগ নেওয়া করা হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *