ব্যারাকপুর শহরে সবকটি পুজোই হচ্ছে, প্রশাসনিক নির্দেশ মেনে চলছে প্রস্তুতি

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৫ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্যের পুজো কমিটিগুলোকে রাজ্য সরকারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। এই ঘোষণায় খুশি পুজো উদ্যোক্তারা। করোনা আবহে কঠিন পরিস্থিতিতে পুজো হবে রাজ্য জুড়ে। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চলে প্রত্যেক বছরই মহা ধুমধাম করে দুর্গা পূজা হয়। এবছর ও পুজো হচ্ছে ব্যারাকপুর শহর জুড়ে।

রাজ্য প্রশাসনের নির্দেশ মেনে ব্যারাকপুর শহরে চলছে পুজোর প্রস্তুতি। তবে বৃহৎ আকারে এবছর পুজো হচ্ছে না। প্রশাসনিক নির্দেশ মেনে করোনা সম্পর্কে সচেতন থেকে এবছর ব্যারাকপুর শহরে সবকটি পুজোই হচ্ছে, কোনও পুজো বন্ধ হচ্ছে না, জানিয়ে দিলেন ব্যারাকপুর পুরসভার পৌর প্রশাসক উত্তম দাস। শুধুমাত্র ব্যারাকপুর পুরসভা এলাকায় ২৫০টি দুর্গা পুজো হচ্ছে এবছর। উত্তম দাস বলেন, পুজোর প্যান্ডেল খোলামেলা রাখতে বলা হয়েছে উদ্যোক্তাদের, সেই ভাবেই প্যান্ডেল করা হচ্ছে। প্রশাসনের নির্দেশ মেনে যেভাবে ব্যারাকপুর শহরে ঈদ উৎসব পালিত হয়েছে, সেই ভাবে শৃঙ্খলা মেনেই এবার দুর্গা পুজোও হবে । উৎসব হবে, তবে ভগবানের কাছে প্রার্থনা করি, এই করোনা তাড়াতাড়ি আমাদের সমাজ থেকে বিদায় নিক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *