এবারেও আর আহমেদে ছাত্র সংসদের সবকটি আসন ধরে রাখল তৃণমূল ছাত্র পরিষদ

সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ১২ ফেব্রুয়ারি:
এবারেও আর আহমেদে ছাত্র সংসদের সবকটি আসন ধরে রাখল তৃণমূল ছাত্র পরিষদ। ডিএসও, এসএফআই এর সঙ্গে ত্রিমুখী লড়াইয়ে বিরোধীদের উড়িয়ে দিয়ে ছাত্র সংসদের সবকটি আসনেই বিপুল ভোটে জয়ী হল তৃণমূল ছাত্র পরিষদ সমর্থিত প্রার্থীরা। ড.আর আহমেদ ডেন্টাল কলেজে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হল ছাত্র সংসদ নির্বাচন। ২ বছর পর সম্পন্ন হলো এই নির্বাচন। ১৪ টি আসনের মধ্যে ১০টিতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়লাভ করে তৃণমূল ছাত্র পরিষদ। যে চারটি আসনে ভোট হয় তাতেও বিপুল ভোটে জয়লাভ করে তৃণমূল ছাত্র পরিষদ।

সোশাল মিডিয়াতে অস্তিত্ব থাকলেও ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজের ছাত্র সংসদ নির্বাচনে বিজেপির ছাত্র সংগঠন এ.ভি.বি.পি এর টিকিই মিলল না।
ছাত্র সংসদের ১৪টি আসনের মধ্যে একটি তেও ছাত্রদের মধ্যে থেকে প্রার্থী দিতে না পেরে চরম অস্তিত্ব সংকটে ভুগতে থাকা এ.ভি.বি.পি নেতৃত্ব কলেজ অধ্যক্ষের কাছে দাবি জানায় বিজেপি পন্থী কয়েকজন জুনিওর ডাক্তার কেও “ছাত্র” সংসদ নির্বাচনে লড়তে দেওয়ার। যদিও তাদের এই দাবি ধোপেও টেকেনি ছাত্র সংসদ নির্বাচনে ছাত্ররা লড়বে এটাই স্বাভাবিক ও সংবিধান সম্মত। সভাপতি ও সাধারণ সম্পাদকের পদে হয়েছে ত্রিমুখী লড়াই। তৃণমূল ছাড়াও প্রার্থী দিয়েছে ডি.এস.ও এবং এস.এফ. আই। বাকি সোশাল সার্ভিস ও লিটারারি সেক্রেটারি পদে লড়াই হয়েছে তৃণমূল ছাত্র পরিষদও ডি.এস.ও এর মধ্যে। ছাত্র ছাত্রী দের মুখপাত্র ভাবা ডি.এস.ও এক তৃতীয়াংশের‌ও বেশি আসনে প্রার্থী দিতে পারেনি, মোট ২৫৯ জন ছাত্রছাত্রী ভোট দান করেছেন।

সভাপতি পদে জয়লাভ করেছে তৃণমূল ছাত্র পরিষদের দিলোয়ার হোসেন মোল্লা, প্রাপ্ত ভোট- ২২০। সভাপতি আসনে ডি.এস.ও ও এস.এফ.এই এর প্রাপ্ত ভোট- ১৯ ও ১৭। সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছে তৃণমূল ছাত্র পরিষদের মলয় মন্ডল, প্রাপ্ত ভোট- ২০২। সাধারণ সম্পাদক পদে ডিএসও ও এস. এফ. আই এর প্রাপ্ত ভোট ৪৩ ও ১৩। স্যোশাল সার্ভিস সেক্রেটারি পদে জয়লাভ করেছে তৃণমূল ছাত্র পরিষদের অমর শঙ্কর পাল, প্রাপ্ত ভোট-২৩২। লিটারারি সেক্রেটারি পদে জয়ী হোয়েছে তৃণমূল ছাত্র পরিষদের নীলঙ্কুশ কুমার দাস, প্রাপ্ত ভোট -২২৬। এই দুই পোস্ট এ ডি. এস. ও. এর প্রাপ্ত ভোট যথাক্রমে-২৭ ও ৩০। যে ১০ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল ছাত্র পরিষদ প্রার্থীরা জয়লাভ করেছে, তারা হলো
ভাইস প্রেসিডেন্ট ১- আবিদ হাসান
ভাইস প্রেসিডেন্ট ২- সায়ন্তী সরকার
অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ১- শেখ ওবায়দুল্লাহ
অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ২- পীযূষ কুমার সিং
অ্যাসিস্ট্যান্ট সোশ্যাল সার্ভিস সেক্রেটারি- হিমালয় মাঝি
অ্যাসিস্ট্যান্ট লিটারারি সেক্রেটারি- নুর সালাম আহম্মেদ
অ্যাথলেটিকস সেক্রেটারি- নিলেন্দু মজুমদার
অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক সেক্রেটারি- সায়ক কোটাল
বয়েজ কমনরুম সেক্রেটারি- সায়ক মন্ডল
লেডিস কমনরুম সেক্রেটারি- পরমা বাসু।

কলেজের টিএমসিপি ইউনিটের সাধারণ সম্পাদক ডাঃ সোহেল মইনুদ্দিন বলেন, “কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের সার্বিক উন্নয়ন” আমরা সবসময় এই নীতিতেই বিশ্বাস করে এসেছি। আর আমাদের পক্ষে আজকের স্টুডেন্টস’ ইউনিয়ন নির্বাচনের ফলাফল (১৪-০) এই বিশ্বাসকেই আরো জোরদার করল এবং আরো একবার প্রমান করলো যে সাধারণ ছাত্রছাত্রীরা একটাই জিনিস বোঝে – ‘উন্নয়ন’।

আমাদের সর্বদা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এবং উৎসাহ দেওয়ার জন্য মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। এর পাশাপাশি এত সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কলেজ কর্তৃপক্ষকে জানাই আন্তরিক অভিনন্দন।
ডাঃ আর আহমেদ ডেন্টাল কলেজ তৃণমূল ছাত্র পরিষদ এর ইউনিট সভাপতি ডাঃ কুণাল কান্তি ঘোষ বলেন ” এই জয় কলেজের সমস্ত ছাত্র ছাত্রীর ঐক্যের জয়। আমরা এই ভাবেই সবাইকে পাশে নিয়ে এগিয়ে যেতে চাই”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *