করোনা ভাইরাসের জেরে পর্যটকদের জন্য বন্ধ হল বীরভূমের সমস্ত মন্দির

আমাদের ভারত, বীরভূম, ১৮ মার্চ: করোনা ভাইরাসের জেরে বন্ধ হয়ে গেল পাঁচ সতীপীঠ, সিদ্ধপীঠ সহ বীরভূমের সমস্ত ধর্মীয়স্থান। ৩১ মার্চ পর্যন্ত পূণ্যার্থীদের জন্য বন্ধ করা হল সমস্ত মন্দির। তারপরও পরিস্থিত স্বাভাবিক না হলে বন্ধের সময় সীমা বাড়ানো হতে পারে। করোনা ভাইরাসের জেরে জেলা প্রশাসনের এই সিদ্ধান্ত বলে জানা গেছে।

করোনা ভাইরাসের জেরে আগেই বন্ধ হয়েছে পাথরচাপুরির মত ঐতিহ্যবাহী মেলা। এবার বন্ধ হল বীরভূমের নলটাশ্বেরী, নন্দিকেশ্বরী, ফুল্লরা, বক্রেশ্বর এবং কঙ্কালিতলার মতো পাঁচ সতীপীঠ। বন্ধ করা হয়েছে সিদ্ধপীঠ তারাপীঠ, আকালিপুর কালীমন্দির। তবে সমস্ত মন্দিরে নিত্যপুজো, আরতি চলবে। পূণ্যার্থীরা পুজো আরতিতে অংশগ্রহণ করতে পারবে না। দর্শন করতে পারবেন না মূর্তি। 

তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন,  “প্রশাসনের সিদ্ধান্তে আগামী ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে তারাপীঠ মন্দির। পরিস্থিতি স্বাভাবিক না হলে বন্ধের দিন বাড়তে পারে। শুধুমাত্র পর্যটকদের জন্য মন্দিরের প্রবেশ গেট বন্ধ থাকবে। তবে মন্দিরের পুজো হবে নিয়মিত”।

বক্রেশ্বর মন্দির কমিটির সম্পাদক সৌমাদিত্য চৌধুরী বলেন, “কয়েক দিন থেকে ভক্তদের দেখা নেই। মনে হচ্ছিল বাংলা বন্ধ চলছে। তাই মন্দির খোলা বন্ধের কোনও প্রশ্নই ওঠে না। এদিন ভোগ রান্নার পর আমরা মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছি”।

আকালিপুর মন্দিরের সেবাইত দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা এদিন দুপুর থেকে মন্দিরের গেটে তালা ঝুলিয়ে দিয়েছি। কারণ এমনিতেই করোনা ভাইরাসের কারণে তেমন ভক্ত সমাগম হচ্ছিল না। তাই দুপুর থেকে মন্দিরের প্রধান গেট বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিত স্বাভাবিক হলে ফের মন্দির খোলা হবে”।

প্রসঙ্গত, বুধবার জেলা প্রশাসনিক বৈঠকে এব্যাপারে সিদ্ধান্ত হয়। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে গেলে জমায়েত বন্ধ করতে হবে। ইতিমধ্যে জমায়েত রুখতে দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয় ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *