মমতাকে যারা মা বলতেন তারা সকলেই মায়ের ভোগে চলে গেছেন: দিলীপ ঘোষ

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩ জানুয়ারি: “মেদিনীপুরের সব সিট বিজেপি জিতবে। যে টুকু সন্দেহ ছিল শুভেন্দু দা আসার পর তা নিশ্চিত হয়ে গিয়েছে”, রবিবার সকালে ঝাড়গ্রাম শহরে “চা চক্র” কর্মসূচিতে বলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এছাড়াও আজ গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বেলিয়াবেড়ার সভায় তিনি বলেন, প্রতিটি ব্লকে, প্রতিটি বিধানসভা কেন্দ্রে যোগদান কর্মসূচি চলছে। আজও যোগদান রয়েছে।

গতকলা রাতে ঝাড়গ্রাম জেলা বিজেপির কার্যালয়ে পৌঁছায় দিলীপ ঘোষ। সেখানেই রাত্রিযাপন করেন তিনি। এদিন সকালে জেলা পার্টি অফিস থেকে হাঁটতে বেরোন এবং শহরের রঘুনাথপুরের মডেল রাস্তার কাছে “চা চক্র” কর্মসূচি করেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের সাথে উপস্থিত ছিলেন, ঝাড়গ্রামর বিজেপি সাংসদ কুণার হেমব্রম, ঝাড়গ্রাম বিজেপির জেলা সভাপতি সুখময় সৎপতি সহ বিজেপির নেতা কর্মীরা। চা চক্রের মধ্যেই পথ সভার মতো প্রায় ২৫ মিনিট বক্তব্য রাখেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বক্তব্য রাখার সময় বলেন, যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলেছেন তাঁরা সকলেই মায়ের ভোগে চলে গিয়েছেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here