বাবুলের নিরাপত্তারক্ষীর চিকিৎসা পরিষেবা দিতে গিয়ে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে বিনা চিকিৎসায় এক যুবকের মৃত্যুর অভিযোগ

আশিস মণ্ডল, বীরভূম, ৪ ফেব্রুয়ারি: তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়’র নিরাপত্তারক্ষীদের অতিরিক্ত পরিষেবা দিতে গিয়ে বিনা চিকিৎসায় এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠল বীরভূমের রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। পরিবারের পক্ষ থেকে চিকিৎসায় গাফিলতির অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন হাসপাতালের
এমএসভিপি পলাশ দাস।

জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৭ টা নাগাদ বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম হয় জামিরুল শেখ (২৬) নামে এক যুবক। তার বাড়ি মল্লারপুর থানার সন্ধিগড়া বাজারে। তিনি সন্ধ্যার দিকে বাইকে করে বাড়ি ফিরছিলেন। মল্লারপুর – কামড়াঘাট রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় খরাসিনপুর গ্রামের কাছে বেপরোয়া বালি বোঝাই লরির ধাক্কায় জখম হন জামিরুল। তার মাথায় গুরুতর আঘাত লাগে। নাক মুখ দিয়ে তার রক্তক্ষরণ হতে শুরু করে। ওই অবস্থায় তাকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার কিছুক্ষণ পরেই হাসপাতালে নিয়ে আসা হয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়’র পাঁচ নিরাপত্তারক্ষীকে। শুক্রবার সাঁইথিয়া থানার মাসাড্ডা গ্রামের কাছে নিরাপত্তারক্ষীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়িতে থাকা পাঁচ নিরাপত্তারক্ষী জখম হন। তাদের প্রথমে সাঁইথিয়া স্টেট জেলারেল হাসপাতাল এবং রাতে রামপুরহাটে ভর্তি করা হয়। অভিযোগ, বাবুলের নিরাপত্তারক্ষীরা ভর্তি হতেই বাকি রোগীদের চিকিৎসা পরিষেবা কার্যত বন্ধ হয়ে যায়। চিকিৎসক থেকে স্বাস্থ্য কর্মীরা নিরাপত্তারক্ষীদের নিয়ে বেশি ব্যস্ত হয়ে পরেন। ফলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে বিনা চিকিৎসায় জামিরুলের মৃত্যু হয়।

প্রসঙ্গত, শুক্রবার রাতে রামপুরহাটের গান্ধীপার্ক ময়দানে রামপুরহাট পুরসভা আয়োজিত রামপুরহাট উৎসবে বাবুল সুপ্রিয়’র গানের শো ছিল। ওই প্রোগ্রামে যোগ দিতে কলকাতা থেকে রামপুরহাটে আছিলেন টালিগঞ্জের বিধায়ক, মন্ত্রী বাবুল সুপ্রিয়। বোলপুর – সাঁইথিয়া হয়ে রামপুরহাটে আসছিলেন বাবুল। পথে দুর্ঘটনার কবলে পড়ে নিরাপত্তারক্ষীর গাড়ি। বাবুল তাদের সাঁইথিয়া হাসপাতালে ভর্তি করে রামপুরহাটে গান শুরু করেন। রাত ১১ টা নাগাদ গান শেষ করে রামপুরহাট হাসপাতালে যান বাবুল। ফলে চিকিৎসার ফোকাস সবটাই চলে যায় নিরাপত্তারক্ষীদের দিকে। ব্রাত্য হয়ে পড়েন অন্যান্য রোগীরা।

মৃত জামিরুলের ঘনিষ্ঠ রাজা শেখ বলেন, “নিরাপত্তারক্ষীরা হাসপাতালে ঢুকতেই দলে দলে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা হাসপাতালে পৌঁছে যান। বাবুল হাসপাতালে পৌঁছলে পরিস্থিতি আরও জটিল হয়। স্বাস্থ্য কর্মীরা চিকিৎসা ছেড়ে বাবুলের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। তখনও আমাদের রোগীর নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। আমরা বার বার নার্সদের কাছে গিয়ে চিকিৎসক ডাকার অনুরোধ করেছি, কিন্তু আমাদের কথায় কোনো গুরুত্ব দেননি তারা। ফলে বিনা চিকিৎসায় ভোরের দিকে জামিরুলের মৃত্যু হয়”।

মৃত জামিরুলের ভাই সাফিজুল শেখ বলেন, “হাসপাতাল কর্তৃপক্ষ দরদ দিয়ে চিকিৎসা করলে দাদার মৃত্যু হত না। বড় নেতা মন্ত্রী না হলে হাসপাতালে চিকিৎসা পাওয়া যায় না। সেটা আমরা পদে পদে অনুভব করলাম। মন্ত্রীর নিরাপত্তারক্ষীর জন্য সবাই ব্যস্ত কিন্তু গরিব মানুষের জন্য কেউ নেই। আমার ভাইয়ের চিকিৎসার জন্য বার বার অনুরোধ করেও চিকিৎসক মেলেনি। কিন্তু মন্ত্রীর নিরাপত্তারক্ষীর জন্য একাধিক চিকিৎসক হাজির”।

হাসপাতালের এমএসভিপি পলাশ দাস বলেন, “অভিযোগ পেয়েছি। সকলের চিকিৎসা পরিষেবা পাওয়া উচিত। বিষয়টি তদন্ত করে দেখা হবে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *