উদয়নারায়ণপুরে মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

আমাদের ভারত, হাওড়া, ১৩ অক্টোবর: এলাকায় ড্রেন নির্মাণকে কেন্দ্র করে বিবাদের জেরে এক ব্যক্তির ঘরে ঢুকে তাকে কোপানোর পাশাপাশি তার স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উদয়নারায়ণপুরের দক্ষিণ খিলা গ্রামে। ঘটনায় মহিলার অভিযোগের ভিত্তিতে উদয়নারায়ণপুর থানার পুলিশ অভিযুক্ত যুবক সুমন পোড়েলকে গ্রেফতার করেছে।ধৃতকে মঙ্গলবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ‌

জানাগেছে, কয়েকদিন আগে দক্ষিণ খিলা গ্রামে একটি ড্রেন নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা অজিত পোড়েলের সঙ্গে সুমন পোড়েলের ঝামেলা হয় ‌ তখনকার মত বিষয়টি মিটে গেলেও সুমন অজিতকে দেখে নেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ। সোমবার রাত
১১টা নাগাদ ওয়াইফাই লাগানোর আছিলায় সুমন অজিতের বাড়িতে ঢোকে।অজিতের স্ত্রীর অভিযোগ, সুমন স্বামীর সঙ্গে গল্প করছে দেখে আমি ছেলেকে নিয়ে শুতে চলে যাযই। কিছুক্ষণ পরে স্বামীর চিৎকারে ছুটে এসে দেখি সুমন কাটারি দিয়ে স্বামীকে কোপাচ্ছে। মহিলার অভিযোগ স্বামীকে বাঁচাতে আসলে সুমন তার শ্লীলতাহানি করে। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে সুমন পালিয়ে যায়। এদিকে রাতেই মহিলা অভিযুক্ত যুবকের নামে উদয়নারায়ণপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে বাড়ি থেকে গ্রেফতার করে।

যদিও এদিন সুমন নিজেকে নির্দোষ বলে দাবি করে। তার অভিযোগ, অজিতের সঙ্গে এলাকার দুই যুবকের ঝামেলা হয়েছিল তারাই তাকে মিথ্যে অভিযোগে ফাঁসিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *