গোপালনগরে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী ব্যক্তির বিরুদ্ধে, গ্রেফতার অভিযুক্ত  

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৩ জানুয়ারি: প্রতিবন্ধী এক মহিলাকে দীর্ঘ দিন ধরে ধর্ষণ করার অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। ওই যুবতী সাত মাসের অন্তঃস্বত্তা। এই ঘটনা জানাজানি হতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার মেঠপাড়ার গরিবপুর এলাকায়। অভিযুক্তের নাম রমজাম মণ্ডল।

পরিবার সূত্রের খবর, অভাবের তাড়নায় পরিবারের লোকজন ভিন রাজ্যে কাজ করেন। বাড়িতে একাই থাকত ওই যুবতী। প্রতিবন্ধীকতা ও বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে প্রতিবেশী রমজাম মণ্ডল নামে এক ব্যক্তি তাকে ধর্ষণ করত বলে অভিযোগ। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

স্থানীয় বাসিন্দা মতিয়ার তরফদার বলেন, গোপালনগরের বাসিন্দা ২১ বছরের এক প্রতিবন্ধী যুবতীকে বেশ 
কয়েক বার ধর্ষণ করে প্রতিবেশী রমজাম মণ্ডল।ওই যুবতীর বাবা-মা কর্মসূত্রে বাইরে থাকতেন। বাবা-মায়ের অনুপস্থিতিতে ফাঁকা বাড়িতে গিয়ে প্রতিবন্ধী 
যুবতীকে একাধিকবার ধর্ষণ করে ওই ব্যক্তি।আর এই ঘটনা যাতে সে কাউকে না বলে তার জন্য
যুবতীকে হুমকি দেয় বলে অভিযোগ।  যুবতীর বাবা-মা কয়েকদিন আগে বাড়ি এসে মেয়ের
শারিরীক অবস্থার পরিবর্তন লক্ষ্য করেন। যুবতীকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে পরিবারের লোকজন জানতে পারে সে সাত মাসের অন্তঃসত্ত্বা। পরিবারের লোকজন তাঁর কাছে জানতে চাইলে যুবতী তখন বিষয়টি জানায়। এরপরই ঘটনার কথা জানাজানি হয়। প্রতিবেশীরা ওই ব্যক্তিকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।   

যুবতীর মা শনিবার গোপালনগর থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ধৃতকে শনিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।
 

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here