স্বরূপ দত্ত, আমাদের ভারত, ৩১ ডিসেম্বর: কিশোরীকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত পলাতক। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার বড়কান্তর গ্রামের। হেমতাবাদ স্বাস্থ্যকেন্দ্রে তার মেডিক্যাল করানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
জানাগেছে, হেমতাবাদ থানার আরজি কাশেমপুরের বাসিন্দা মজনু মহম্মদ পাশের গ্রাম বড়কান্তরের এক কিশোরীকে পুকুর পাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। স্থানীয় এক ব্যাক্তি সেই পথ দিয়ে যাবার সময় ঘটনাটি দেখতে পায়। কোনওক্রমে ওই কিশোরী পালিয়ে এসে বাড়িতে তার মাকে ঘটনাটি জানায়। রক্তাক্ত অবস্থায় ওই কিশোরীকে হেমতাবাদ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পুলিশের কাছে ধর্ষিতা কিশোরীর মা অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ এখনও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি। সে পলাতক। অভিযুক্তের খোঁজে হেমতাবাদ থানার পুলিশ তদন্ত শুরু করেছে।