রানাঘাটে রেভিনিউ অফিসারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৯ এপ্রিল: রানাঘাট এক নম্বর ব্লকের বিএলআরও অফিসের রেভিনিউ অফিসারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠল।রানাঘাট ১০ নম্বর ওয়ার্ডের থানা পাড়ার বাসিন্দা কাকলী মজুমদার অভিযোগ করেন, সরকারি একটি নোটিশের পরিপেক্ষিতে ভেরিফিকেশনের সময় দালাল মারফত ঘুষ নিয়েছেন ওই রেভিনিউ অফিসার মিলন মন্ডল। এই ঘটনায় শুক্রবার স্থানীয় মানুষ বিক্ষোভ দেখায় বিএলআরও অফিসে। অভিযোগ, সুদর্শন ঘোষ মারফত ঘুষের কারবার চালান এই রেভিনিউ অফিসার।

আজ টাকা নেওয়ার সময় সুদর্শন ঘোষকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় রানাঘাট এক নম্বর ব্লকের বিএলআরও অফিসে। আসে রানাঘাট থানার পুলিশ।
বিএলআরও অফিসে ঘুষ নেওয়ার অভিযোগ নিয়ে ক্ষোভে ফেটে পড়েন রানাঘাট পুরসভার পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই অফিসে ঘুঘুর বাসা চলছে। বিভিন্ন সরকারি কাজে ঘুষ নেওয়া হচ্ছে। আর বদনাম হচ্ছে সরকার ও দলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *