দক্ষিণ কলকাতায় মন্দির-লাগোয়া জমি দখল করে নির্মাণের চেষ্টার অভিযোগ

আমাদের ভারত, কলকাতা, ১৯ মার্চ: দক্ষিণ কলকাতায় ফের মৎস্য দফতরের অধীন জমি দখল করে নির্মাণের অভিযোগ উঠল। সেখানে রবিবার একটি শিবমন্দিরের গা ঘেঁষে ওঠা অশ্বত্থ গাছ কেটে লাগোয়া জমি দখলের চেষ্টাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দেয়।

কসবা বিধানসভার ১০৮ নম্বর ওয়ার্ডের উত্তর পঞ্চান্ন গ্রাম দক্ষিণ পাড়ায় একটি শিব মন্দির আছে। স্থানীয় বিজেপি নেতা তথা দলের এসসি শাখার দক্ষিণ কলকাতার সম্পাদক অরুণ বিষয়ী জানান, “ওই মন্দির দীর্ঘদিন ধরে পাড়ার কিছু ছেলে দেখাশোনা করে। আজ তৃণমূলের লোকজন হঠাৎ করে মন্দিরটি দখল নেওয়ার চেষ্টা করে। মন্দিরটিতে একটা বিরাট বড় বটগাছ ছিল। সেটিকে কেটে ফেলে।”

স্থানীয় যুবক প্রভাস বালা এই প্রতিবেদককে অভিযোগ করেন, “পিছনেই গুলশন কলোনি। ওই এলাকার লোক প্রতিবাদ করলে তাদের মারার হুমকি দেয়। মন্দিরের পাশে সংখ্যাগরিষ্ঠ বাসিন্দাই সংখ্যালঘু। এরকমই দুজন এসে অত বড় অশ্বত্থ গাছটা কেটে দিয়েছে। আশপাশে যে ফাঁকা জায়গা আছে, সেটা বেআইনিভাবে দখল করে পার্কিং এবং দোকান করার চেষ্টা করা হচ্ছে।”

প্রসঙ্গত, ১০৮ নম্বর ওয়ার্ডে একটি বড় অংশ জুড়ে আছে মৎস্য দফতরের এলাকা। ‘রামসার এলাকায়’ যে কোনও রকম কাঠামো তৈরি বেআইনি। সেই নির্দেশ অমান্য করে বলে অভিযোগ, শাসক দলের মদতে নানা অংশে ফাঁকা জায়গায় নির্মাণ চলছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here