ব্যারাকপুরে বিজেপির সভায় হামলা, পুলিশের লাঠি কেড়ে নিয়ে নেতা কর্মীদের মারধরের অভিযোগ

প্রতীতি ঘোষ, আমাদের ভারত, ব্যারাকপুর, ১৫ জুলাই: ব্যারাকপুর চিড়িয়ামোড়ে বিজেপির প্রতিবাদ সভায় দুষ্কৃতী হামলার জেরে ব্যাপক উত্তেজনা ছড়াল। অভিযোগ, পুলিশের লাঠি কেড়ে নিয়ে বিজেপি নেতা কর্মীদের মারধর করা হয়, এমনকি মহিলা কর্মীরাও বাদ যাননি। মঞ্চে উঠে বিজেপির মাইকও ভেঙ্গে দেওয়া হয়। এই ঘটনায় গ্রেফতার একদুষ্কৃতী।

সারা রাজ্যের মত বৃহস্পতিবার ভুয়ো ভ্যাকসিন এবং ভ্যাকসিন দুর্নীতি নিয়ে ব্যারাকপুর চিড়িয়ামোড়ে প্রতিবাদ সভা করছিল বিজেপি কর্মীরা। সমস্ত কোভিড বিধি মেনে মাত্র ৫০ জন বিজেপি কর্মী নিয়ে শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ সভা চলছিল বিজেপির। সে সময় বেশ কয়েকজন যুবক এসে বিজেপির মঞ্চে হামলা চালায় বলে অভিযোগ। হামলাকারীরা বিজেপির সভা মঞ্চের মাইক ভেঙ্গে দেয়। মারধর করা হয় বিজেপি কর্মীদের, বাদ যায়নি মহিলারাও। ওই সভা মঞ্চে থাকা মহিলা বিজেপি কর্মীদেরও হেনস্থা করা হয়, এমন কী পুলিশের লাঠি কেড়ে নিয়ে বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।

এই মারধরের ঘটনার পর অশান্ত হয়ে ওঠে চিড়িয়া মোড় চত্বর। সেই সময় ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মীরা পরিস্থিতির নিয়ন্ত্রনে আনতে ওই দুষ্কৃতীরা পিছনে লাঠি নিয়ে ধাওয়া করে ও একজনকে গ্রেফতার করে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিজেপির জেলা সভাপতি রবীন্দ্র নাথ ভট্টাচার্য বলেন, “কিছুদিন আগে বামেরাও রাজ্য সরকারের বিরোধিতা করে এখানে সভা করেছিল কিন্তু বিজেপিকে করতে দেওয়া হচ্ছে না।
আমরা শান্তিপূর্ণভাবে রাজ্যে যে ভ্যাকসিন নিয়ে দুর্নীতি চলছে তার প্রতিবাদ করছিলাম। তখনই কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী মঞ্চে উঠে মাইক ভেঙ্গে দেয়, বিজপি কর্মীদের মারধর করে, মহিলা কর্মীরা বাদ যায়নি। আমরা আমাদের এই প্রতিবাদ চালিয়ে যাবো। পুলিশের সামনেই এদিন সব ঘটনা ঘটল। অথচ পুলিশ দাঁড়িয়ে দাড়িয়ে দেখছিল।”

বিজেপির অভিযোগের তীর তৃণমূলের বিদায়ী কাউন্সিলার তোতন দে’র বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *