তৃণমূলের গোষ্ঠী কোন্দল, মগরাহাটে যুব তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ মন্ত্রীর অনুগামীদের বিরুদ্ধে

আমাদের ভারত, দক্ষিন ২৪ পরগনা, ৩০ নভেম্বর: আবারও প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। সোমবার মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে যুব তৃণমূল ও তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে বিবাদ বাঁধে। মগরাহাট পশ্চিম বিধানসভার যুব তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি নাজিমুল হাসান দপ্তরীকে মারধর করা হয়। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লার অনুগামী তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।

ঘটনায় গুরুতর জখম ঐ যুব তৃণমূল নেতাকে তড়িঘড়ি উদ্ধার করে ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। দক্ষিন ২৪ পরগনা জেলা পরিষদ সদস্য সঙ্গীতা হালদারের দাবি বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার হাত রয়েছে এই ঘটনায়। মগরাহাট পশ্চিমের বিধায়ক তথা সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লার দাবি, সম্পূর্ণ পারিবারিক ঘটনা থেকে এটা ঘটেছে। এর পিছনে কোনও রাজনীতি নেই। তবে রাজনৈতিক মহলের দাবি, জেলার অন্যান্য বিধানসভা কেন্দ্রের মতো মগরাহাট পশ্চিম কেন্দ্রেও এবার তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এল। এর প্রভাব আগামী বিধানসভা নির্বাচনে পড়তে পারে বলে তাঁদের অনুমান

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here