নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২৬ ডিসেম্বর:
বিজেপির দলীয় অফিসে সামনেই সাংসদ সুনীল মণ্ডলকে হেনস্থা। শনিবার কলকাতায় হেস্টিংসে বিজেপি দপ্তরে আসার সময় তাঁকে হেনস্থা করা হয় বলে অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
সদ্য বিজেপিতে যোগ দেওয়া সাংসদ,বিধায়কদের আজ সংবর্ধনা দেওয়া দেওয়া হবে, এছাড়া সাংগঠনিক বৈঠক রয়েছে। হবে সেই বৈঠকে যোগ দিতে আসছিলেন বর্ধমান পূর্ব কেন্দ্রের সাংসদ সুনীল মণ্ডল সুনীল মণ্ডল। আজ সকাল ১০.৩০টা নাগাদ তিনি বিজেপির হেস্টিং অফিসের সামনে পৌছন। সেই সময় হেস্টিংসে স্থানীয় তৃণমূল কর্মীরা একটি পথসভা করছিলেন। তৃণমূল ছেড়ে যাওয়ার সুনীল মন্ডলকে দেখতে পেয়েই উত্তেজিত হয়ে পড়েন শাসক দলের কর্মীরা। তারপরই তাঁর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। যদিও সেই সময় গাড়ি থেকে নামেনি সাংসদ সুনীল মণ্ডল। তাঁর গাড়ি ঘেরাও হয়েছে বলে খবর পৌঁছয় হেস্টিংসে থাকা বিজেপি কর্মীদের কাছে। বিজেপি কর্মীরা দৌড়ে সাংসদের গাড়ির কাছে পৌঁছে যান। এরপরই বিজেপি কর্মীদের সঙ্গে শুরু হয় শাসক দলের কর্মীদের তর্কাতর্কি।
তর্কাতর্কি অবশ্য বেশিদূর পৌছতে পারেনি হেস্টিংসে থাকা পুলিশ কর্মীদের জন্য। পুলিশ সাংসদের গাড়িটিকে বিজেপির দপ্তরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। দু’পক্ষকেই বুঝিয়ে-সুজিয়ে রাস্তা ফাঁকা করে দেয় কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের এমন দ্রুত পদক্ষেপ খুশি এলাকার সাধারণ মানুষ।