ভ্যাকসিনের টোকেন বিক্রি ও স্বজনপোষণের অভিযোগ আকাইপুর গ্রামপঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধে

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৫ সেপ্টেম্বর: কোথাও দেড়শো টিকা দেওয়া হবে। কিন্তু লাইনে দাঁড়িয়ে ৫০০ জন। কোথাও বা টিকা নিতে লাইনে দাঁড়াচ্ছেন ভোর ৩ টে থেকে। অনেক জায়গায় অর্থের বিনিময়ে লাইন বিক্রির অভিযোগ। অনেকের দাবি, টিকাকরণে অগ্রাধিকার পাচ্ছেন ‘প্রভাবশালী’দের পরিজনেরা। এবার তৃণমূল প্রধানের বিরুদ্ধে নিজেদের লোকেদের মধ্যে ভ্যাকসিনের টোকেন বিলি ও বিক্রির অভিযোগ উঠল। আর তা নিয়ে টিকা কেন্দ্রের সামনে বিক্ষোভ করল বিজেপি ও স্থানীয় বাসিন্দারা।

শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার আকাইপুর গ্রাম পঞ্চায়েতের আকাইপুর উচ্চবিদ্যালয়ের সামনে। পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন আকাইপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের জন্য ১০০০ ভ্যাকসিন পাঠিয়েছে স্বাস্থ্য দফতর থেকে। সে কারণে শুক্রবার গভীর রাত থেকে স্কুলের সামনে লাইনে ভিড় করে শতাধিক বাসিন্দারা। অভিযোগ তারা ভোররাত থেকে দাঁড়িয়ে থাকলেও ভ্যাকসিনের টোকেন পাননি৷ প্রধান আগে থেকেই নিজেদের লোকজনদের টোকেন দিয়ে দিয়েছে। এমনকী টোকেন বিক্রি করেছে প্রধান এমনই অভিযোগ তুলে ক্ষুব্দ বাসিন্দারা অনেকেই টোকেন না পেয়ে বাড়ি ফিরে যান। এরপর স্থানীয় বিজেপি নেতা কর্মীরা স্কুলগেটে মাইক বেঁধে বিক্ষোভ শুরু করে৷ ক্ষণেকের জন্য ভ্যাকসিন দেওয়া বন্ধ থাকলেও পুলিশ গিয়ে ফের ভ্যাকসিন দেওয়া চালু করে।

স্থানীয়দের অভিযোগ, এলাকার প্রধান উজ্জ্বল পাল টাকার বিনিময়ে ভ্যাকসিনের টোকেন বিক্রি করছে। অভিযোগ অস্বীকার করে প্রধান উজ্জ্বলবাবু বলেন, আমি কোনও রঙ দেখে টোকেন দিইনি। যে আগে এসেছে তাকেই টোকেন দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *