মহিলা কুস্তিগীরদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ, কলকাতাতেও প্রতিবাদ

আমাদের ভারত, ২৯ এপ্রিল: মহিলা কুস্তিগীরদের ওপর যৌন নির্যাতনের অভিযোগের প্রতিবাদ এবং অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিল্লিতে অবস্থানরত আন্দোলনকারীদের সমর্থনে শনিবার অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন কলকাতাতেও প্রতিবাদ ও পথসভা করে।

এক বিবৃতিতে সংগঠনের তরফে জানানো হয়, দিল্লির যন্তর মন্তরে যৌন নির্যাতনের শিকার কুস্তিগীরদের আন্দোলনের সমর্থনে যে অবস্থান চলছে, সেই আন্দোলনে পাশে দাঁড়িয়েছেন দেশের প্রথিতযশা ক্রীড়াবিদরা। রেস্টলিং ফেডারেশন অফ ইণ্ডিয়ার প্রেসিডেন্ট বীজ শরণ সিং, যিনি বিজেপির সাংসদ, দীর্ঘদিন ধরে মহিলা কুস্তিগীরদের ওপর যৌন নির্যাতন চালাচ্ছিল। এর প্রতিবাদে এবং অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিল্লিতে অবস্থানরত আন্দোলনকারীদের সমর্থনে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের সর্বভারতীয় কমিটি শনিবার সারা ভারত প্রতিবাদ দিবসের ডাক দিয়েছিল।

এরই অংশ হিসাবে কলকাতার কলেজ স্কয়ারে বিদ্যাসাগর মূর্তির সামনে পথসভা হয়। বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক কল্পনা দত্ত, কলকাতার জেলা সম্পাদিকা অনন্যা নাইয়া ও সংগঠনের অন্য কর্মীরা। আওয়াজ ওঠে অপরাধীকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দেশজুড়ে যে নারী নির্যাতন চলছে, তা বন্ধ করার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। ক্রীড়া ক্ষেত্রে নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এরপর কলেজ স্কোয়ার চত্বরে একটি প্রতিবাদী মিছিল হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *