তৃণমূলের পতাকা ও ফেস্টুন  ছিঁড়ে কাদা মাখিয়ে ফেলে দেওয়ার অভিযোগ                         

গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ২৫ মে: তৃণমূলের দলীয় পতাকা ও ফেস্টুন খুলে ছিঁড়ে  দেওয়ার  অভিযোগ। শুধু তাই নয় পতাকা এবং ফেস্টুনে কাদা মাখিয়ে ফেলে  দেওয়ার অভিযোগ উঠেছে  দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আরামবাগের মায়াপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গড়বাড়ি এলাকায়।

জানা গেছে, গড়ভাড়ি এলাকায় তৃণমূলের বেশ কিছু দলীয় পতাকা ও ফেস্টুন টাঙ্গানো ছিলো। তৃণমূলের অভিযোগ সেই পতাকা ও ফেস্টুন গুলি ছিঁড়ে কাদা মাখিয়ে ফেলে দেওয়া হয়েছে। সকালে বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ যায়। এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে আরামবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আরামবাগ শহর ব্লকের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি পলাশ রায় বলেন, সোমবার সকালে তৃণমূল কর্মীরা কার্যালয়ের থেকে ত্রাণসামগ্রী নিতে গিয়ে দেখেন পতাকা ও ফেস্টুনগুলোকে খুলে ছিড়ে দিয়েছে দুষ্কৃতীরা। পতাকা গুলি কাদামাটি মাখিয়ে আগুন ধরিয়ে রাস্তায় ফেলে দিয়েছে। আমরা প্রশাসনকে জানিয়েছি। কিছুদিন যাবৎ এখানে মদের আসর বসছে। কিছু ব্যক্তি বিজেপির নামে শ্লোগান দিচ্ছে, অনুমান করছি বিজেপির দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *