আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৩ নভেম্বর : বিজেপি কর্মীর পরিবারের ওপর হামলা তৃণমূলের, বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
পূর্ব মেদিনীপুরের ইটাবেড়িয়া অঞ্চলে বামনবাড়ি গ্রামে তৃণমূলের মিছিল থেকে বিজেপির কর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ। আহত একই পরিবারের তিনজন। নান্টু ঘোড়ই বোবা ছেলে, তাঁর বাবা উত্তম ঘোড়ই ও মা কৃষ্ণা ঘোড়ই গুরতর আহত।
গতকাল রবিবার বিজেপির রাজ্য নেত্রী ভারতী ঘোষের নেতৃত্বে ভগবানপুর ২ নং ব্লকের মাধাখালিতে মিছিল হয়। সেখানে তৃণমূলের বিরুদ্ধে গাছের গুঁড়ি ফেলে বিজেপিকে আটকানোর অভিযোগ ওঠে। এরপর জুখিয়াতে তৃণমূলের পার্টি অফিস ভাঙ্গচুর করে বিজেপির কর্মী- সমর্থকরা। এই কারণে আজ তৃণমূল পাল্টা মিছিল করে এলাকায়। মিছিল করার সময় বিজেপির কর্মী উত্তম ঘোড়ইকে সামনে পেয়ে মারধর করে বলে অভিযোগ। তাঁকে বাঁচাতে তাঁর স্ত্রী ও বোবা ছেলে ছুটে এলে তাঁদেরকেও রড, লাঠি দিয়ে ব্যাপক মারধর করে। ভূপতিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত বিজেপি কর্মী। এই ঘটনায় এলাকায় উত্তেজনা আছে। তৃণমূলের পক্ষ থেকে অবশ্য এই অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা। এখন তৃণমূলের উপর দোষ চাপানোর চেষ্টা করছে আক্রান্তরা।