কোভিড বিধি লঙ্ঘনের অভিযোগ এবার খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে! কমিশনের কাছে নালিশ

রাজেন রায়, কলকাতা, ১৬ সেপ্টেম্বর: ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠেছে ভবানীপুরে উপনির্বাচনের আবহাওয়া। প্রথমে মনোনয়ন পেশের দিন করোনা বিধি লঙ্ঘন নিয়ে অভিযোগ উঠেছিল প্রিয়াঙ্কা টিবরেওয়ালের বিরুদ্ধে। এবার একই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তুললেন ভবানীপুরের বিজেপি প্রার্থী। যুযুধান দুইয়ের এই টক্করে পুজোর আগে ফের নির্বাচনের উত্তাপ অনুভব করছেন রাজ্যবাসী।

বুধবার মুখ্যমন্ত্রী যে সময় ভবানীপুরের গুরুদ্বারে গিয়েছিলেন, তখন তিনি কোভিড বিধি লঙ্ঘন করেন বলে অভিযোগ। সেই মর্মেই অভিযোগ জানিয়ে কমিশনকে চিঠি দিয়েছেন প্রিয়াঙ্কার নির্বাচনী এজেন্ট সজল ঘোষ। মঙ্গলবার প্রথমে মসজিদ, এরপর বুধবার গুরুদ্বারে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে। জোড়া ধর্মীয় স্থলে তাঁর এই সফরকে একপ্রকার রাজনৈতিক সফর হিসেবেই দেখছিল ওয়াকিবহাল মহল। প্রিয়াঙ্কার নির্বাচনী এজেন্ট মমতার বিরুদ্ধে এই অভিযোগ জানিয়ে চিঠি দিয়ে রেখেছেন কমিশনকে।

প্রিয়াঙ্কা টিবরেওয়ালের বিরুদ্ধে যখন একই ধরনের অভিযোগ উঠেছিল, সে সময় তাঁকে শোকজ করা হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এ বার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপ করা হয় কি না, সে দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *