নবান্ন অভিযানে কর্মীদের উপর পুলিশের অত্যাচারের অভিযোগ, ফ্যাক্ট ফাইন্ডিং দল পাঠাচ্ছে কেন্দ্রীয় বিজেপি

আমাদের ভারত, ১৬ সেপ্টেম্বর: নবান্ন অভিযানের দিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা দলীয় কর্মীদের ওপর পুলিশের অত্যাচারের অভিযোগ তুলে নয়া পদক্ষেপ নিচ্ছে এবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ঘটনার বিস্তারিত তথ্য নিতে এবার বাংলায় প্রতিনিধিদল পাঠাচ্ছে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব।

দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে পাঁচ সদস্যের কমিটি বাংলায় এসে পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট তৈরি করবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজেপির তরফে এই কমিটিতে আছেন সাংসদ রাজ্য বর্ধন সিং রাঠোর, অপরাজিতা সারঙ্গী, সমীর ওঁরাও, প্রাক্তন সাংসদ সুনীল জাফর, সাংসদ বৃজলাল।

এই প্রতিনিধি দল বাংলায় এসে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করে কথা বলে কেন্দ্রীয় কমিটিকে রিপোর্ট দেবে। বিজেপির এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এর আগে হাঁসখালি গণধর্ষণ এবং বগটুই হত্যাকাণ্ডেও এসেছিল। বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের ওই দুই ক্ষেত্রের রিপোর্টেই রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করা হয়েছিল।

এবার বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। ১৩ সেপ্টেম্বর অভিযানে শুরুতেই শুভেন্দু অধিকারীকে আটক করা হয়। দিলীপ ঘোষের ও সুকান্ত মজুমদারের মিছিলকেও আটকে দেওয়া হয়। পরে সুকান্ত মজুমদারকেও আটক করা হয়।

বঙ্গ বিজেপির দাবি, সেদিনের অভিযান দমন করতে পুলিশ তাদের কর্মীদের ওপর অত্যাচার করেছে। এরপরই বঙ্গ বিজেপির পাশে দাঁড়ায় কেন্দ্রীয় নেতৃত্ব। শান্তিপূর্ণ আন্দোলনে রাজ্য সরকার ও পুলিশের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছেন রবিশঙ্কর প্রসাদ, অমিত মালব্যের মতো একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব। এবার রাজ্যে ফ্যাক্ট ফাইন্ডিং দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পদ্ম শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *