করোনা কালে লড়াইয়ের পুরস্কার! ভাতা বাড়ল রাজ্যের পুর-স্বাস্থ্যকর্মীদের

রাজেন রায়, কলকাতা, ১৪ জানুয়ারি: চিকিৎসক এবং পুলিশের মত করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল পুরসভার স্বাস্থ্যকর্মীদেরও। লাগাতার ভালো কাজের পুরস্কার হিসেবে ভোটের আগে পুরসভার অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের ভাতা বাড়ানো হল। টুইট করে সুখবর ঘোষণা করলেন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম।
এর ফলে রাজ্যের মোট ১১২টি পুরসভা ও ৭টি পুরনিগমের প্রায় ৪২ হাজার অস্থায়ী কর্মী সুফল পেতে চলেছেন।

করোনা কালে বিপদকে তুচ্ছ করে জনগণের প্রতি দায়িত্বপালনে কাজ করে গিয়েছেন পুরসভার স্বাস্থ্যকর্মীরা। চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি এই লড়াইয়ে তাদের ভূমিকা ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাই গত ১৪ ডিসেম্বর পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, তাদের ভাতাবৃদ্ধির কথা ভাবা হচ্ছে। এক মাস কাটতে না কাটতেই অর্থদপ্তরের অনুমোদন সাপেক্ষে তা কার্যকর করা হল। জানা গিয়েছে, এখন থেকে রাজ্যের বিভিন্ন পুরসভার স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন স্তর ভিত্তিক প্রায় ৪৪ থেকে ৯৫ শতাংশ বাড়তি ভাতা পাবেন।

পুরসভায় যাঁরা অস্থায়ী স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করছেন, তাঁরা ৩১২৫ টাকা করে ভাতা পেতেন। এই কর্মীদের ভাতা বেড়ে দাঁড়াল ৪৫০০ টাকা। প্রথম স্তরের সুপারভাইজারদের ভাতা ছিল ৩৩৩৮ টাকা। এখন থেকে তাঁরা পাবেন ৬৫০০ টাকা। এছাড়া দু’ক্ষেত্রেই অবসরকালীন ভাতার অঙ্কও বাড়ানো হল। আগে তা ছিল ২ লক্ষ টাকা। এখন থেকে পুরসভার সর্বস্তরের স্বাস্থ্যকর্মীরা অবসরকালীন ভাতা হিসেবে হাতে পাবেন ৩ লক্ষ টাকা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here