
আমাদের ভারত, বনগাঁ, ২৭ মার্চ: করোনা মোকাবিলায় লকডাউনের জেরে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকা পথকুকুরদের কথা ভেবে নিজের খাবার থেকে রাস্তায় রাস্তায় খাবার দিয়ে বেরালেন আমাদের ভারতের প্রতিনিধি সায়ন ঘোষ। বনগাঁর শক্তিগরের অলিগলিতে প্রচুর কুকুর। পথকুকুরই হোক আর পোষা কুকুর, এরা প্রভুভক্ত হয়। রাতে এলাকায় চোর বা দুষ্কৃতীরা ঢুকলেই চিতকার করে মানুষকে সচেতন করে। এতো দিন ধরে এই কুকুরগুলো বিভিন্ন দোকান ও হোটেলের উচ্ছিষ্ট খেয়েই বেঁচে থাকতো। আবার কখনও কোনও গৃহস্থ বা পথচলতি মানুষও তাদের কিছু খাবার দাবার দেয়। কিন্তু লকডাউনের জেরে দোকানপাট সব বন্ধ। তাদের কষ্টের সীমা নেই।
কঠিন এই মহামারীতেও কোনও পশুপাখি যাতে অভুক্ত অবস্থায় না থাকে সেদিকে তাকিয়ে সায়নের এই উদ্যোগ। সায়ন ঘোষ জানিয়েছেন, ভিখিরি ও ভবঘুরেদের পাশাপাশি পথকুকুরদের কথা মাথায় রাখা উচিত। পথকুকুরদের জন্য শুকনো রুটি ও কিছু মাংসের ছাঁট জোগাড় করে রাস্তার মোড়ে মোড়ে কুকুর ডেকে খাবার দেওয়া হয়। যদিও তাদের কাছে এই খাবার দেওয়াটা নতুন তাই অনেক কুকুর প্রথমে ভয় পেয়ে কাছে আসেনি। তাই রাস্তায় ফেলে তাদের খাবার দিতে হয়। আগামী ১৪ তারিখ পর্যন্ত এইভাবে তিনি চালিয়ে যাবেন।