আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৪ জুন: কোলাঘাট থেকে দু’জন করোনা আক্রান্ত রোগীকে নিয়ে যাওয়ার সময় পাঁশকুড়ার মেছোগ্রামের কাছে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা মারে অ্যাম্বুলান্সটি। এই দুর্ঘটনায় মৃত ২, আহত ১।
কোলাঘাটের গোপালনগর ও কাশীগোড়ী থেকে করোনা আক্রান্ত দু’জন রোগীকে পাঁশকুড়ার করোনা ট্রিটমেন্ট হাসপাতাল বড়মাতে নিয়ে যাওয়ার সময় ৬ নং নম্বর জাতীয় সড়কের কোলিশ্বরে কাছে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় অ্যাম্বুলেন্স চালকের। অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই করোনা আক্রান্ত রোগীও আহত হয়। আহত দুই রোগীর মধ্যে একজনের আঘাত গুরুতর। হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। অপর আহত ব্যক্তি চিকিৎসাধীন।