
সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ৩০ জানুয়ারি: শহরে বসে কল সেন্টারে আড়ালে চলছিল মার্কিনীদের আর্থিক প্রতারণা। বেনিয়াপুকুরের নাসিরুদ্দিন শাহ রোডের দোতলা বাড়িতে কল সেন্টারে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বেনিয়াপুকুর থানার অন্তর্গত নাসিরুদ্দিন রোডের একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। ধৃতরা হল আফাক খুরশিদ, মহম্মদ কালাম, মহম্মদ ইমরান, শামস তানভীর, মহম্মদ রেজাউদ্দিন, মহম্মদ শোয়েব, আলি হামজা, মহম্মদ মিরাজ, সেখ ইরফান, সানে জাফার।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা নিজেদের আমেরিকার একটি নামি রিফান্ড কোম্পানির কর্মচারীদের পরিচয় দিয়ে কল সেন্টারের আড়ালে ভুয়ো ব্যবসা চালাচ্ছিল। যাদেরকে তাঁরা ফোন করে নিজেদের পাতা ফাঁদে জড়িয়ে নিতে পারত তাঁদেরকে বিভিন্ন অনলাইন পেমেন্ট অ্যাপের মাধ্যমে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ফেলতে বলত।
এরপরই খবর যায় পুলিশের জালে। বেশ কয়েকদিন ধরেই তাঁরা ওঁত পেতে ছিলেন এরপর এদিন গোপনে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।