আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১৫ জুন: আমফানের ক্ষতিপূরণের টাকা তৃণমূল নেতা, কর্মীদের পকেটে চলে যাচ্ছে। যারা ক্ষতিগ্রস্ত তারা টাকা পাচ্ছেন না বলে অভিযোগ করলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। সোমবার দক্ষিণ ২৪ পরগনা পূর্ব সাংগঠনিক জেলার দলীয় কার্যালয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ করে তিনি দাবি করেন আমফানের টাকা লুট হচ্ছে।
এদিন জয়প্রকাশবাবু আরও বলেন, “ইতিমধ্যেই অনেক বিডিওর কাছে নতুন সার্কুলার গিয়েছে, যে যাদের টাকা গিয়েছে তাদের চেক করে রাখো। যাদের বাড়ি ভাঙ্গেনি তাদের টাকা ফেরত নাও। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পুরো বিষয়টা চলে গিয়েছে। বিডিওদের সামনে বন্দুক দেখালে তারা মানতে বাধ্য। রাজ্য চালাচ্ছে লুন্ঠনের দল”। সোমবার দক্ষিণ ২৪ পরগনা জেলার এই সাংবাদিক সম্মেলনে প্রথম থেকেই তৃণমূলকে আক্রমণ করতে থাকেন এই বিজেপি নেতা। এর পাশাপাশি তিনি আরও বলেন, “করোনা মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী ডেকে আনেননি। এর বিরুদ্ধে লড়াই করতে হবে। মুখ্যমন্ত্রী করোনা স্পেশাল ট্রেন বলে দিচ্ছে পরিযায়ী শ্রমিকদের। এদের যেখানে রাখা হয়েছে জল নেই খাবার নেই”। করোনা নিয়েও রাজ্য তথ্য গোপন করছে বলে অভিযোগ করেন তিনি। যেখানে পরিযায়ী শ্রমিকদের রাখা হচ্ছে সেখানে ঠিক মতো বাথরুম, খাবার জল, খাবার কিছুই নেই বলেও অভিযোগ করেন জয়প্রকাশ মজুমদার।