শহিদ মিনারে দলীয় কর্মীদের জন্য “আর নয় অন্যায়” কর্মসূচির ঘোষণা করলেন অমিত শাহ

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১ মার্চ :
পুরসভা ভোটের আগে শহিদ মিনারের মঞ্চ থেকে কর্মীদের জন্য দলীয় কর্মসূচি ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলায় দলীয় কর্মীদের জন্য “আর নয় অন্যায়” নামে একটি নতুন কর্মসূচির ঘোষণা করলেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি।

তিনি বলেন, মমতার সরকার রাজ্যের মানুষের সঙ্গে অনেক অন্যায় কাজ করছেন। রাজ্যবাসীর মুক্তির জন্যই দলীয় কর্মীদের এই কর্মসূচি আগামী বিধানসভা পর্যন্ত পালন করতে হবে। পুরভোটের আগেই বাংলার বিজেপি কর্মীদের দলের নতুন কর্মসূচি নিয়ে কোচবিহার থেকে ঝাড়গ্রাম পর্যন্ত যাওয়ার ডাক দিলেন অমিত শাহ। তিনি দলের কর্মীদের উদ্দেশ্যে বলেন, গ্রাম থেকে শহর সব জায়গাতেই এই কর্মসূচি নিয়ে মানুষের কাছে যেতে হবে। দলীয় কর্মীরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে আর নয় অন্যায়ের প্রচার করবে। এমনকি সাধারণ মানুষও মিসড কল করে “আর নয় অন্যায়ের” সমর্থন জানাতে পারবেন। এছাড়াও রাজ্যের সাধারণ মানুষ তাদের সঙ্গে হওয়া অন্যায় বা সমস্যার কথা ফোনে রাজ্য বিজেপিকে বলতে পারবেন। সেই ফোন নাম্বারও (৯৭২৭২৯৪২৯৪) এদিন শহিদ মিনারের সভায় মানুষের উদ্দেশ্যে ঘোষণা করেন।

প্রসঙ্গত, রাজ্যের সাধারণ মানুষের সমস্যা জানতে রাজ্যের শাসক দল “দিদিকে বলো” কর্মসূচি ঘোষণা করেছে। প্রশান্ত কিশোরের ঠিক করে দেওয়া কর্মসূচিতে অনেকটাই সাড়া পেয়েছে রাজ্যের শাসক দল। এদিন সেই কর্মসূচি নিয়েও মুখ খুললেন অমিত শাহ। তিনি বলেন, মমতাদিদি চালু করেছে দিদিকে বলো। রাজ্যের সাধারণ মানুষ এবার দিদিকে বলোয় নয়, আর নয় অন্যায়তে ফোন করবে বলে জানান অমিত শাহ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here