জানুয়ারি মাসের মাঝামাঝি ফের বঙ্গ সফরে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২০ ডিসেম্বর: এক সফর শেষ না হতেই বাংলায় আগামী সফরের কথা ঘোষণা করলেন অমিত শাহ। শনিবার নিউটাউনে রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকের মাঝেই আগামী সফরের দিনক্ষণ ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জানুয়ারি মাসের ১৫ তারিখের পর ফের বাংলায় আসবেন বলে বৈঠকে জানিয়েছেন তিনি।

গত শুক্রবার দুদিনে রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রথমে পশ্চিম মেদিনীপুরে আজ বোলপুরে দলীয় কর্মসূচি করেছেন তিনি। ভোট যত এগিয়ে আসবে বাংলায় ততবেশি সময় দেবে বলে দলীয় নেতাদের পরিষ্কার জানিয়েছেন অমিত শাহ।

এর আগেও রাজস্থান সহ অন্যান্য রাজ্যের বিধানসভা ভোটে মাটি আঁকড়ে পড়ে থাকতে দেখা গিয়েছে অমিত শাহকে। পশ্চিমবঙ্গের মাটি অনেক শক্ত তা ভালো করেই বুঝতে পেরেছেন তিনি। বাংলায় তাই তিনি বাড়তি সময় যে দেবেন সেকথাও দলীয় নেতাদের কাছে পরিষ্কার জানিয়ে দিয়েছেন। নতুন বছরের মাঝামাঝি ফের বাংলায় ৩ দিনের সফরে আসবেন অমিত শাহ।

এছাড়াও বাংলার নেতাদের কাজ ঠিক করে দিয়েছেন তিনি। জানুয়ারি মাসের মধ্যে প্রত্যেক বিধানসভায় দেওয়াল লিখনের কাজ শেষ করে ফেলার কথা বলেছেন অমিত শাহ। বিধানসভা ভিত্তিক ছোট ছোট মিটিং করার কথাও বলেছেন তিনি। জানুয়ারি মাসের মাঝামাঝি রাজ্য সফরে এসে কাজের হিসেব নেবেন বলে রাজ্য নেতাদের পরিষ্কার জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here