বঙ্গে বিজেপি রথ ছোটাতে রাজ্যে আসছেন অমিত শাহ ও জেপি নাড্ডা

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২১ জানুয়ারি:
রথযাত্রার উদ্বোধনে রাজ্যে আসছেন অমিত শাহ ও জেপি নাড্ডা। আগামী ৫-ই ফেব্রুয়ারি উত্তরবঙ্গ থেকে বিজেপির রথযাত্রার উদ্বোধন করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বুধবার দিল্লিতে রাজ্যে রথযাত্রা বার করা নিয়ে বিজেপির কেন্দ্রীয় কমিটির নেতারা একটি বৈঠক করেন। সেই বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে দলীয় সূত্রে খবর।

রাজ্যের পাঁচটি জায়গা থেকে এই রথযাত্রা বার হবে। দলের কেন্দ্রীয় নেতা, মন্ত্রীরা এই রথ যাত্রার উদ্বোধনে আসবেন। আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ১০ ও ১১ -ই ফেব্রুয়ারি অমিত শাহ দক্ষিণবঙ্গের রথযাত্রাতে উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে খবর।

বিধানসভা ভোটের আগে রাজ্যের রথযাত্রার মাধ্যমেই জনসংযোগ করার কর্মসূচি নিয়েছে বিজেপি। এর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে চেনা ছকের এই কর্মসূচি নিয়েছিল বঙ্গ বিজেপি। যার ফল হাতেনাতে পেয়েছে মুরলীধর সেন লেন। সেই জন্য এবারের বিধানসভা ভোটের আগে ফের রথযাত্রা কর্মসূচি নিয়েছে বঙ্গ বিজেপি। ৫-টি রথ যাত্রার জন্য পাঁচজন রাজ্য বিজেপির নেতাকে দায়িত্ব দেবে দিল্লি। তারাই রথ যাত্রার পুরোপুরি আয়োজন করবেন। রথে বাঙালি মনীষীদের ছবি থাকবে। এছাড়াও দলের শহিদ পরিবারের সদস্যরা রথে থাকবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here