আত্মবিশ্বাস নিয়ে দলের নেতাদের বাংলায় ঝাঁপানোর নির্দেশ দিলেন অমিত শাহ

নীল বনিক, আমাদের ভারত, ২ মার্চ: আত্মবিশ্বাস নিয়ে দলের নেতাদের বাংলায় ঝাঁপানোর নির্দেশ দিলেন অমিত শাহ। দলের কর্মীদের সঙ্গে নিয়ে জেলা নেতাদের মানুষের কাছে যাওয়ার পরামর্শ দিলেন তিনি। রাজারহাটে একটি বেসরকারি হোটেলে দলের সাংসদ ও বিধায়কদের বৈঠক এই পরামর্শ দেন অমিত শাহ।

গতকাল শহীদ মিনারে অমিত শাহ জনসভা শেষ করে রাজারহাটে একটি বেসরকারি হোটেলে প্রথমে দলের সাংসদ ও বিধায়কদের নিয়ে বৈঠক করেন অমিত শাহ। পরে দলের রাজ্য নেতাদের নিয়ে আলাদা বৈঠক করেন। সেই বৈঠক প্রায় মাঝরাতে শেষ করেন দলের সভাপতি জেপি নাড্ডা। সিএএ ইস্যুতে দল এরাজ্যে সঠিক প্রচার করতে পারেনি বলে সেই বৈঠকে জানান অমিত শাহ। তবে, রাজ্যে দলের কর্মসূচি পালন নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।
তিনি বলেন প্রথমে দলীয় নেতাদের মনোবল বাড়াতে হবে। তারপর দলের নিচু তলার কর্মীদের মধ্যে মনোবল বাড়াতে হবে। প্রয়োজনে দলীয় কর্মীদের মনোবল বাড়াতে দলের কেন্দ্রীয় নেতাদের সাহায্য নিতে হবে। দিল্লিতে দলের অনেক নেতাই অাছেন যারা পেশাগত ভাবে মনোবিদ না হলেও মনোবল বাড়াতে ভালই ভোকালটনিক দিতে পারেন।

দলের নেতাদের বারবার আশ্বস্ত করে অমিত শাহ বলেন, সবকিছুই ঠিক রয়েছে। আপনারা আত্মবিশ্বাস নিয়ে মানুষের কাছে গেলেই মানুষ বিজেপিকে ভোট দেবে। তারসঙ্গে ২০২১ এর আগে যেভাবেই হোক দলীয় কর্মীদের মধ্যে জেতার আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে। জেতার আত্ববিশ্বাস গড়ে তুলতে পারলেই ২০২১ জয় সম্ভব হবে। রাজ্য নেতাদের অমিত শাহ বলেন, দিল্লি আপনাদের পাশে আছে। এমনকি দলের নিচু তলার কর্মীদেরও পাশে দিল্লি আছে বলে রাজ্য নেতাদের আশ্বস্ত করেন অমিত শাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *