পুরভোটের আগে রাজ্যে আসতে চলেছেন অমিত শাহ

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১০ ফেব্রুয়ারি: পুরভোটের আগে ফের রাজ্যে আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি সূত্রের খবর, মার্চের প্রথম সপ্তাহেই রাজ্যে আসতে পারেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তবে তার রাজ্য সফর নিয়ে এখুনি খোলাখুলি মন্তব্য করতে চাইছেন না রাজ্য বিজেপির নেতারা। তবে রাজ্য বিজেপির অন্দরে কান পাতলে এমন খবরই শোনা যাচ্ছে।

মার্চেই কলকাতা পুরসভা সহ রাজ্যের পুরসভা ভোটের পুরোদমে প্রচার শুরু হয়ে যাবে। আর তার মধ্যেই রাজ্যে আসতে পারেন বিজেপির প্রাক্তন সভাপতি। দলের একাংশের মতে অমিত শাহ রাজ্যে আসলে সিএএ’র সমর্থনে প্রচারে জোয়ার আসবে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সিএএ নিয়ে এরাজ্যে মুখ খুললে লাভ হবে দলের। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা কাউন্টার স্বরাষ্ট্রমন্ত্রী দিলেই রাজ্য বিজেপির লাভ হবে। সিএএ’র সমর্থনে অমিত শাহ এরাজ্যে মুখ খুললে পুরভোটের প্রচারে জোয়ার আসবে। সেই কারণে পুরভোটের প্রচারের আগে রাজ্যে আসতে পারেন অমিত শাহ। তবে তিনি সরাসরি দলের না নিজের দফতরের কাজে আসবেন তা নিয়ে এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানা য়ায়নি। অমিত শাহের রাজ্য সফর নিয়ে অবশ্য আশাবাদি বিজেপি নেতা রাহুল সিং। তিনি বলেন, তার আসার সম্ভবনা একটা তৈরি হয়েছে। আমরা অমিত শাহকে সভা করার কথা বলবো বলে জানান রাহুল সিং।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here