২৮ ফেব্রুয়ারি ফের মুখোমুখি হচ্ছেন অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়!

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৭ ফেব্রুয়ারি: ফের অমিত শাহের মুখোমুখি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের নিরাপত্তা সক্রান্ত বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পূর্বের রাজ্য গুলির আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে জরুরী বৈঠক হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে এই বৈঠক হবে বলে দিল্লি সূত্রের খবর। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উত্তর পূর্বের বাকি মুখ্যমন্ত্রীরাও বৈঠকে হাজির হবেন।

মুখ্যমন্ত্রীদের নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক হবে উড়িষ্যার ভুবনেশ্বরে। তবে এমন বৈঠক নিয়ে সরকারি ভাবে নবান্নের তরফে কিছু বলা হয়নি। যদিও অমিত শাহের সঙ্গে আগেও বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত লোকসভা ভোটের পর দিল্লিতে গিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে দু’একবার স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বার্তালাপ হয়েছিল টেলিফোনে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here