কাশ্মীর পরিস্থিতি নিয়ে উদ্বেগ! বৈঠকে অমিত শাহ, কেন্দ্র-রাজ্যের পুলিশ ও গোয়েন্দা আধিকারিকরা

আমাদের ভারত, ১৮ অক্টোবর:জম্মু-কাশ্মীরে ধারাবাহিক জঙ্গি হানায় উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য স্তরের গোয়েন্দা সংস্থা এবং পুলিশ কর্তাদের সঙ্গে সোমবার বৈঠক করেছেন অমিত শাহ। যদিও বৈঠকে ঠিক কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, কাশ্মীরের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতেই এই বৈঠক।

এই বৈঠকে কেন্দ্র ও বিভিন্ন রাজ্যের গোয়েন্দা প্রধানরা ছিলেন। এছাড়াও বিভিন্ন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী এবং রাজ্যগুলির পুলিশ প্রধানরা ছিলেন। দুপুর দুটো থেকে বৈঠক শুরু হয় রাত দশটা পর্যন্ত চলেছে। চলতি মাসে জম্মু-কাশ্মীরে সন্ত্রাসের বলি হয়েছে ১১ জন। তাদের মধ্যে পাঁচজন ভিন রাজ্য থেকে আসা শ্রমিক ও ছোট ব্যবসায়ী। বেছে বেছে হিন্দু ও শিখ সম্প্রদায়ের মানুষদের টার্গেট করেছে পাক মদদপুষ্ট জঙ্গিরা। রবিবার বিহার থেকে আসা দু’জনকে খুন করা হয়। শনিবার জঙ্গিদের গুলির শিকার হল এক বিহারী ফেরিওয়ালা ও উত্তরপ্রদেশ থেকে আসা কাঠের মিস্ত্রী।

এছাড়া নিরাপত্তা বাহিনীর ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। পুঞ্চের জঙ্গলে গত কয়েক দিন ধরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে ৯ জন সেনা শহীদ হয়েছেন। পুঞ্চের জঙ্গলে গত সোমবার থেকে অনুপ্রবেশকারী জঙ্গির খোঁজে তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী। ১০অক্টোবর জঙ্গিদের গুলিতে ৫ সেনার মৃত্যু হয়। পরে বৃহস্পতিবার আরো দুই সেনা কর্মী জঙ্গিদের গুলিতে নিহত হন। নিখোঁজ হন দুজন। দুদিন ধরে জঙ্গলে তল্লাশি চালিয়ে ওই দুই সেনা কর্মীর দেহ উদ্ধার হয়।

হামলার ধরণ থেকে অনুমান এটি পাকিস্তানি সেনা এবং বাছাই করা জঙ্গিদের নিয়ে গড়া বর্ডার অ্যাকশন টিমের কাজ। কয়েক সপ্তাহে একাধিকবার সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে নিয়ন্ত্রণরেখায় গুলি চলছে। অনুমান সেই সুযোগে বেশ কিছু জঙ্গি কাশ্মীরের উপত্যকায় ঢুকেছে। তারা অন্য রাজ্য নাশকতা ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর এই পরিস্থিতিতে কেন্দ্র রাজ্যগুলির গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয় বাড়াতেই আজকের বৈঠক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *