মহারানা প্রতাপকে শ্রদ্ধা অমিত শাহর

আমাদের ভারত, ৯ মে: মহারানা প্রতাপকে তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

প্রতাপ সিংয়ের ছবির সঙ্গে নিজের ছবি যুক্ত করে অমিতবাবু লিখেছেন, “মহারানা প্রতাপের অতুলনীয় সাহস ও বীরত্ব ছাড়া ভারতীয় ইতিহাসের গৌরব কল্পনা করা অসম্ভব। তাঁর আশ্চর্য সাহসিকতা আমাদের সোনালী ইতিহাসের মুকুট রত্ন। মহারানা প্রতাপের জীবন আমাদের মাতৃভূমির সুরক্ষা এবং আত্মসম্মান রক্ষার জন্য কঠোর পরিশ্রমের চূড়ান্ত পরিণতি হতে অনুপ্রাণিত করে।“

মহারাণা প্রতাপ বা প্রতাপ সিং (মে ৯, ১৫৪০ – জানুয়ারি ১৯, ১৫৯৭) মেবারের শিশোদিয়া রাজবংশের হিন্দু রাজপুত রাজা। মেবার উত্তর পশ্চিম ভারতের একটি প্রদেশ, বর্তমানে এই প্রদেশ রাজস্থান রাজ্যের অন্তর্ভুক্ত। তিনি ছিলেন রাজপুতদের বীরত্ব ও দৃঢ় সংকল্পের প্রতীক। বহু বছর ধরে তিনি মুঘল সম্রাট আকবরের সঙ্গে লড়াই করেন, বার বার তাকে পরাজিত করেন। মেবারের এই বীর পুত্র কুম্বলগড়ে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মহারানা উদয় সিং দ্বিতীয় ও মাতা জয়বন্তা বাঈ। মহারানা প্রতাপ তার গুরু আচার্য রাঘবেন্দ্রর কাছে শিক্ষালাভ করেন। মহারানা প্রতাপের পিতামহ মহারানা সংগ্রাম সিং মুঘল সম্রাট বাবরের বিরুদ্ধে যুদ্ধ করে মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *