বঙ্গ বিজেপির পুরনো বিক্ষুব্ধ নেতা কর্মীদের ফেরাতে তাদের সঙ্গে কথা বলবেন অমিত শাহ

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২৫ নভেম্বর:
দলের পুরোনো কর্মীদের লড়াইয়ে ফেরাতে আসরে নামছেন অমিত শাহ ও জেপি নাড্ডা। দলীয় সূত্রে খবর, রাজ্য বিজেপির পুরনো কর্মীদের ময়দানে ফেরাতে বিক্ষুব্ধ কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন অমিত শাহ। কথা বলতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ডিসেম্বরের শুরুতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সর্বভারতীয় সভাপতি কলকাতায় আসছেন।

কলকাতাতেই রাজ্য ও জেলার পুরনো বিক্ষুব্ধ কর্মীদের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন অমিত শাহ। দলের পুরোনো কর্মীরা রাজ্যে জায়গা পাচ্ছে না বলে কেন্দ্রীয় নেতার শিব প্রকাশ ও রামলালজি দিল্লিতে জানিয়েছেন। এরপর দলের কেন্দ্রীয় নেতারা পুরনো কর্মীদের সঙ্গে কথা বলার জন্য একাধিকবার রাজ্য বিজেপি নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন। কিন্তু সেই নির্দেশে কাজ হয়নি বলেই মনে করছে দিল্লি।

রাজ্য ও জেলা বিজেপির বহু নেতাকর্মী সরাসরি দিল্লিতে ফোন করেও অভিযোগ জানিয়েছেন। দলে কিভাবে পুরনো নেতাকর্মীদের সাইড করে দেওয়া হচ্ছে তা নিয়ে অনেকে লিখিত অভিযোগ করেছেন দিল্লিতে। এরপরেই অমিত শাহ সিদ্ধান্ত নিয়েছেন পুরনো কর্মীদের লড়াইয়ের ময়দানে ফেরাতে তিনি নিজেই সরাসরি কথা বলবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর এই মনোভাব ইতিমধ্যেই শিব প্রকাশ বহু পুরনো নেতাকর্মীকে ফোন করে জানিয়েছেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here