৩১ জানুয়ারি মমতার গড় দক্ষিণ কলকাতায় মিছিলে হাঁটবেন অমিত শাহ!

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২৭ জানুয়ারি:
মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে মহামিছিল করতে পারেন অমিত শাহ। আগামী ৩০ জানুয়ারি রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দুদিনের রাজ্য সফরে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় যেতে পারেন তিনি।

এবারের রাজ্য সফরে হাওড়ায় একটি সভা করার কথা রয়েছে তাঁর। উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে একটি সভা করবেন তিনি। তারপরে ৩১ জানুয়ারি তিনি কলকাতায় একটি মিছিল করতে পারেন বলে বিজেপি সূত্রের খবর। দক্ষিণ কলকাতায় কোথা থেকে এই মিছিল শুরু হবে তা এখনো ঠিক হয়নি। আগামীকালই রাজ্য বিজেপি নেতারা আলোচনা করে এই মিছিলের রুট ঠিক করতে পারেন বলে দলীয় সূত্রে খবর। এছাড়াও কলকাতার বালিগঞ্জ, ভারত সেবাশ্রমে যেতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

দক্ষিণ কলকাতায় নিজেদের ঘর রক্ষায় ইতিমধ্যেই কর্মসূচি নিয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই দক্ষিণ কলকাতায় সম্প্রতি মিছিল করে জনসংযোগ রক্ষা করেছেন। এবার দক্ষিণ কলকাতাতে বিজেপি প্রচারের এর ঝড় তুলতে খোদ অমিত শাহ পথে নামতে পারেন বলে দলীয় সূত্রে খবর।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here