নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৯ জুন: ভার্চুয়াল সভার নামে রাজনৈতিক ঘন্টা বাজিয়েছেন অমিত শাহ। মঙ্গলবার কলকাতায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সভাকে এই ভাষাতেই কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তিনি বলেন, আমি ভেবেছিলাম বাংলার মানুষের জন্য কিছু বলবেন স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু অন্তরাল ভেঙ্গে অমিত শাহ কতগুলি মিথ্যে কথা বলেছেন বলে অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
সোমেন মিত্র বলেন, আমরা বাংলার মানুষ করোনা ও আমফানে আক্রান্ত। বাংলার মানুষ আজ অনেক প্রত্যাশা করেছিলেন। অমিত শাহ বাংলার মানুষের জন্য নতুন কোন খবর দেবেন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণে মানুষ বা রাজ্যের কিছু উল্লেখ নেই। মানুষ ভেবেছিলেন কাজ হারানো মানুষের জন্য অমিত শাহ কিছু বলবেন। কিন্তু তিনি ২০২১ -এ কিভাবে ক্ষমতায় আসবেন তা নিয়ে দীর্ঘ বক্তৃতা করলেন। অমিত শাহর বক্তব্যকে কটাক্ষ করে সোমেন মিত্র আরও বলেন, আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে এমন বড়ো বক্তৃতা আমি দেখিনি। মানুষ অমিত শাহের এমন রাজনৈতিক বক্তব্যকে প্রত্যাক্ষান করেছেন।