উত্তর ২৪ পরগণায় ১৩৫ কিলোমিটার বেগে বইছে ঘূর্ণিঝড় আমফান, ভেঙ্গে পড়ল প্রচুর ঘর বাড়ি, চাষের ক্ষতি, মৃত ৩

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২০ মে: একটানা ঘূর্ণিঝড় ঝড়ের তান্ডবে সব থেকে ক্ষতিগ্রস্ত উত্তর ২৪ পরগনা। ইতিমধ্যেই গাছের ডাল ও টিনের চালা পড়ে মৃত্যু হয়েছে তিন জনের। আনুমানিক প্রায় পাঁচ হাজার ঘর বাড়ি ভেঙ্গে পড়ার খবর পাওয়া গিয়েছে প্রশাসন সূত্রে। ইতিমধ্যেই কয়েক লক্ষ গাছ ভেঙ্গে পড়েছে। ফসলের ব্যপক ক্ষতি হয়েছে।

এমনিতেই লকডাউনের ফলে মানুষ দিশেহারা। ঘরে খাবার নেই। ফুড়িয়েছে গোচ্ছিত টাকাও। এরপর এই ক্ষতি কি করে সামলাবেন সাধারণ মানুষ। সূত্রের খবর, হিঙ্গলগঞ্চ, বসিরহাট, কামার হাটি, বারাসত সহ বিভিন্ন এলেকায় এখনও পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন। সমস্ত রাস্তায় গাছ পড়ে আটকে পড়েছে মানুষ। হাওয়া অফিস সূত্রের খবর, এই তান্ডব চলবে ভোররাত পর্যন্ত। যদিও সরকারি ভাবে ব্যবস্থা নিলেও ত্রাণ শিবিরে পৌছতে পারছে না খাবার। ঝড়ের তান্ডব এতোটাই রাস্তায় বেরবার উপায় নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *