স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৮ ডিসেম্বর: বন্দুক রিনিউ করার সময় অসতর্কা বশত পিস্তল থেকে চলল গুলি। আর সেই গুলির আঘাতে গুরুতর আহত হলেন বন্দুক রিনিউ করতে আসা অন্য এক বৃদ্ধ। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাটে।
সূত্রের খবর, নদিয়ার ধানতলা থানার আড়ংঘাটা এলাকার বাসিন্দা হরিনারায়ণ হালদার সোমবার সকালে তার দো নলা বন্ধুক রিনিউ করতে রানাঘাটে আসেন। অভিযোগ, বন্দুক রিনিউ চলাকালীন ফুলিয়ায় বাসিন্দা অনিল হালদার নামে এক ব্যক্তির পিস্তল থেকে হঠাৎই গুলি চলে। ঘটনায় গুলি হরিনারায়নবাবুর কোমড়ে লাগে। পরে গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে রানাঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।